সত্যর পথে মুক্তি চাই। দেশকে ভালবাসি দেশ আমার মা।
রাষ্ট্রীয় পরিবর্তন চাইলে-
আসুন, আগে নিজেদের অবস্থা পরিবর্তন করি !
আমরা চাই পরিবর্তন। চাই উন্নতি। সামনে এগিয়ে যেতে চাই।
শান্তি ও নিরাপদ রাষ্ট্র চাই। কল্যাণমুখী সরকার চাই। কিন্তু নিজেরা যদি নিজেদের অবস্থা পরিবর্তন না করি তবে তা হবে আকাশ-কুসুম কল্পনার নামান্তর।
সুতরাং উন্নতি চাইলে, পরিবর্তন চাইলে আগে আমাদের মন মানষিকতা উন্নত করতে হবে। নিজেদের চারিত্রিক উন্নতি সাধন করতে হবে।
ইবাদত-বন্দেগী ও আল্লাহর সাথে সম্পর্ককে উন্নত করতে হবে।
শান্তি ও নিরাপদ সমাজ চাইলে একমাত্র ইসলমাই দিতে পারে এমন শান্তিময় একটি পরিবেশ। তাই ইসলমাকে আমাদের চালিকা শক্তি হিসেব গ্রহণ করতে হবে। সবার আগে ব্যক্তি জীবনে। তারপর ক্রমান্বয়ে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে।
বর্তমানে দেখা যায়, অনেক মানুষ ইসলামের সোনালী দিনের স্বপ্নে বিভোর। কিন্তু একুটু তাকালে দেখা যাবে, তিনি ব্যক্তিগত বা পারিবারিক ভাবে ইসলামে অ আ ক খ মানতে নারাজ। ইসলামের ছোট ছোট বিষয়গুলো তার কাছে অবহেলার পাত্র। অথচ দেশ, সরকার, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বড় বড় বিষয়ের জন্য তার দৌড়-ঝাপের শেষ নাই।
এ ধরণের দ্বিমুখী নীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না।
সুতরাং, আসুন পরিবর্তনের শ্লোগান দেয়ার আগে নিজের অবস্থার পরিবর্তন করি। তাহলেই আল্লাহ তায়ালা আমাদেরকে দিবেন স্বপ্নের প্রতিক্ষিত সেই সোনালী সমাজ।
আল্লাহই তাওফীক দাতা।
একথা গুলো লিখেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদি।
তথ্যর সূত্র দেয়া হলো: প্রয়োজনে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।