মাঝে মাঝে মনে হয় ওই দূর আকাশে ভেসে যেতে পারতাম, তাহলে আর ফিরতাম না।
৫ বছর পর পর নতুন সরকার আসার পরই তারা অনেক পরিবর্তন আনার সাথে সাথে পাঠ্যপুস্তকেও রাজনৈতিক পরিবর্তন আনেন। তা শুধু দেখা যায় বাংলা ও সমাজ বইতে। কিন্তু তারা কি বিজ্ঞান শাখার মাধ্যমিক বইতে কোনো পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্যন আনেন? আমাদের মাধ্যমিক শ্রেণীর বই চলছে সেই 1994 সাল থেকে। তারপর থেকে শুধু নামেই পরিমার্যন হচ্ছে।
ভিতরের কাঠামোর কোনো পরিমার্যন হয়নি।
নিত্যনতুন অনেক আবিষ্কার ও গবেষনা হচ্ছে যার সুফল হিসেবে নতুন নতুন আরো তথ্য যোগ দেওয়া উচিত। NCTB চেয়ারম্যান প্রতিটি editon এ বলে পরিমার্যন হয়েছে। কোথাও তো এক বিন্দু পরিবর্তন পেলাম না। আমি যখন স্কুলে পরতাম তখন আমাকে যে পড়াত সেও একই সিলেবাসে পরছে।
আর আমি এখন যাকে পড়াচ্ছি সেও একই সিলেবাসে পরছে। কেমিক্যাল ইঞ্জিঃ এর ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে মাধ্যমিক লেবেলের রসায়ন বইয়ে আরো পরিমার্যন + নতুন নতুন তথ্য দেওয়া। আশা করি মাননীয় সরকার ও চেয়ারম্যান বিষয়টি বুঝবে। শুধু ডিজিটাল হলেই দেশের উন্নতি হবে না। শিল্প-কারখানার সমৃদ্ধি না হলে আমরা গরীবই থেকে যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।