মর্মাতুরের আর্তনাদ, স্বজন হারানোর বিলাপের মাঝে জানিয়ে দাও তুমি তোমার আগমন ধ্বনি, আর্তচিৎকারে হে অলৌকিক শিশু তুমি জানোনা, জানবেনা কিংবা কখনো হয়ত জানবে তুমি হচ্ছ দু'জন মানব-মানবীর আনন্দের ফসল সেই আনন্দ, যার উৎপত্তি সৃষ্টির আদিতে যার শুরু স্পর্শে এবং শেষ কোন যোনিমুখের অভ্যন্তরে কামু্ক পুরুষের কম্পমান লিঙ্গের নিঃসৃত তরলে তারপর শত উৎকন্ঠা, কত দুরভিসন্ধি সব বাধা অতিক্রম করে তুমি দেখলে পৃথিবীর আলো জয় হয় মানবের, মানবতার, জীবনের। কিন্তু তুমি যে শুধুই ভুল! কিন্তু জন্ম কি করে ভুল হতে পারে! এ যে চরম সত্য! নির্বোধরা তা বুঝতে চায়না, তাই তারা সেই ভুলকে ছুড়ে ফেলে আস্তাকুড়ের জঞ্জালে তুমি নিস্পাপ! তুমি পবিত্র! আস্তাকুড়ের জঞ্জাল তোমাকে গ্রাস করতে পারবেনা আমি জানি, বেচেঁ থাকো- হে অলৌকিক শিশু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।