আমি এবং আরণ্যক ছাইরংয়া বধ্যভূমিতে দাড়িয়ে দেখছি শেষ সূর্যাস্ত
মেদহীন সাদা কাগজে লিখে যাওয়া কাব্য নয়
নয় কোন আক্ষরিক ব্যন্জনার সম্পুরক সমাবেশ
সময়ের বাতাসে ম্রিয়মান প্যাপিরাসে বহুযুগ ধরে
খোদাই করা এ এক অলৌকিক শকট,
কালের তরঙ্গরেখায় সন্নিবেশিত স্খলিত ঘটনার চিরন্তন বাহক।
আমরা বোকার দল প্রতিনিয়ত বুক চাপড়ে চি?কার করি,
ঘটনার আকস্মিকতায় ভাগ্যের দোড়গোড়ায় অবিরাম মাথা ঠুকে মরি;
অথচ আমরা জানিনা আয়নায় ফলিত প্রতিবিম্বের মত
যাপিত জীবনের আনূবীক্ষনিক অবশ্যম্ভাবী ঘটনার বীজগুলো
আমাদের ধরা ছোয়ার অনেক বাইরে;
আয়নার ও পাশে দাড়িয়ে নিজের স্থবির কাঠামো দেখতে ব্যস্ত দর্শকের মত
চুপ চাপ মেনে নেওয়া ছাড়া আমাদের কিইবা করার আছে ।
সান্তনা বলতে শুধুমাত্র এটুকুই
সমস্ত অসামন্জস্যতার দায়ভার সৃষ্টিকর্তা নামক অদৃশ্য সত্ত্বার
উপর চাপিয়ে আলোকের অপেক্ষায় দিবা রাত্রী হা-হুতাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।