৫৮ বলে ৫৫ রান লাগবে! আব্দুর রাজ্জাক আউট !!! মেজাজ পুরা আউলাইয়া গেল। ২০০৩'র ল্যান্স ক্লুসনারকে নামিয়ে দিলেও এই ম্যাচ বের করা সম্ভব না। আর সহ্য হলো না। ল্যাপটপ বন্ধ করে জীবনের সবচেয়ে লম্বা ঘুমটা দিলাম। টানা ১৪ ঘন্টা ঘুমিয়েও দেখি আউলা লাগে!!! কিচ্ছু ভালো লাগে না। বাসায় থাকতে পারলাম না। লাইব্রেরীতে আসলাম। গতকাল থেকে যে কঠিন সত্যটা এড়িয়ে চলছিলাম, সেটার মুখোমুখি হওয়ার জন্য একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে পত্রিকার পাতা খুললাম। খুলেই যা দেখলাম......... তবু মাথা নোয়াবার নয়!!! It's a MIRACLE!!! It's a complete MIRACLE!!! A PERFECT day with a PERFECT Finish!!! ( or A Perfect Finish Required for A Perfect Day!!!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।