আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক ঘটনা!!

আমি নতুন
অলৌকিক !! অলৌকিক ও বিষ্ময়কর এক ঘটনা ঘটেছে নোপালের একটি মসজিদে। কেউ বলছেন মহান আল্লাহ পাকের কুদরত, কেউ বলছেন অলৌকিক। নেপালের একটি মসজিদের গম্বুজ তৈরীর পর মিনার তৈরী করা হয়। মসজিদের অদূরে মাটিতে রাজমিস্ত্রিরা মিনারটি তৈরী করেন। উদ্দেশ্য, গম্বুজের কাজ শেষ হলে তার চূড়ায় এটি স্থাপন করা হবে ।

কিন্তু সমস্যা দেখা দেয় মিনারটি প্রায় দেড়শ’ ফুট উঁচু গম্বুজের চূড়ায় উঠিয়ে স্থাপন করা নিয়ে। দড়ি-রশির সাহায্যে এটা এত উঁচুতে তোলা সম্ভব না হওয়ায় সেদেশের সংশ্লিষ্ট একটি কর্তৃপক্ষের নিকট ক্রেন ও লোহার চেইন-এর সহায়তা চান মসজিদের ইমামসহ মসজিদ পরিচালনা কমিটি । কিন্তু না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন তারা। আরও কিছু অপ্রত্যাশিত কথাও শুনে আসতে হয় তাদের। এমতাবস্থায় গত রমজানের মাঝামাঝি মসজিদের ইমাম রাতে স্বপ্ন দেখেন ঐ মিনারটি সাদা ‘পাক কাপড়’ দিয়ে আবৃত করে রাখলে আপনা আপনিই তা’ চূড়ায় স্থাপিত হবে।

পরদিন সকালে ইমাম সাহেব সেটাই করেন। বিষয়টি তিনি কয়েকজন মুসল্লীকেও বলেন। কিভাবে কংক্রিটের মিনারটি সেখানে স্থাপিত হবে কোন কিছুর সাহায্য ছাড়াই? এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। অনেকে ভিডিও ক্যামেরা নিয়ে হাজির হলেন। অপেক্ষার পালা, এরই মধ্যে আকস্মিক সামান্য বাতাসের পর দেখা গেল মিনারটি মাটি থেকে ধীরে ধীরে উঁচুতে উঠতে শুরু করছে।

উঠছে আর সামান্য দুলছে। কিছু সময়ের মধ্যে কয়েকশ’ মুসল্লী ও দর্শকের সামনেই দিবালোকে গম্বুজের চূড়ায় অত্যন্ত নিপুণভাবেই স্থাপিত হলো মিনারটি কোন মানুষের সাহায্য ছাড়াই। মিনারটি যখন উপরে উঠছিলো তখন মুসল্লীরা পবিত্র কলেমা তৈয়ব ও আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত করে তুলছিলেন। অনেকে এ দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলেন। এ ঘটনার পর নেপালের একটি টিভি চ্যানেল প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার প্রচার করে।

ঘটনাটি ইন্টারনেটের Youtube এ যেয়ে Miracle Nepal লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে। ইতিমধ্যে পাঁচ লক্ষাধিক ইন্টারনেট ব্যবহারকারী এই ওয়েবসাইটটি ভিজিট করেছেন বলে ইন্টারনেট সূত্র জানায়। উল্লেখ্য, অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিলো ২০০৯ সালে ইন্দোনেশিয়ার মিলিবু দ্বীপের একটি নতুন মসজিদ নির্মাণের পর অন্য একটি পুরাতন মসজিদ থেকে মিনার স্থানান্তরের সময়। সহজে তা’ না পারায় ৩ হাজার আলেম মসজিদের সামনে সমাবেত হন এবং তারা ৩ দিন নফল রোজাব্রত পালনের পর মহান আল্লাহ পাকের সহায়তা কামনা করে জিকির শুরু করেন। আর এই জিকিরের একপর্যায়ে মিনারটি উঠে আপনা আপনিই নতুন মসজিদের গম্বুজে প্রতিস্থাপিত হয়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।