আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক বরফ !!!

আউলা মাথার বাউলা পোলা। ভাই এই খবরটা পড়ে আমি আর হাসি থামাতে পারছিনা। বাঙালি পারেও বটে !! কিছুদিন আগে উত্তরাঞ্চলের এক জেলার গ্রামের মাঝে, দিনে দুপুরে আকাশ থেকে বেশ বড় একটি বরফ খন্ড খসে পড়ে, গ্রামের কিছু অতি উৎসাহী ব্যাক্তি এটি অনেক টুকরা করেন, এবং অনেকের মাঝে এই বলে বিতরন করেন যে, এটি অলৌকিক বরফ, আসমান থেকে পড়ছে, খাইলে রোগ বালাই ভাল হয়ে যাবে । সাথে সাথে অনেকেই তা খেয়ে ফেলেন। তার কিছুদিন পর জানা যায়, ঐ এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক বিদেশি বিমান, দুর্ঘটনাবশত বিমান থেকে বেশ বড় আকারের একটি ব্লু আইস এর টুকরো ঐ গ্রামের উপর পড়ে। উল্লেখ্য, বিমানের টয়লেট লিক হলে হিউমান ওয়েস্ট এক বিশেষ ব্যাবস্থায় নীল রঙের বরফে পরিনত হয়, তাকে ব্লু আইস বলা হয়। ----- সূত্র ফেসবুক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।