আমাদের কথা খুঁজে নিন

   

অলৌকিক এক অভিজ্ঞতা!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

::দিনপঞ্জি ২০০৯ থেকে:: আমার মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ হলো। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। আমি ঠিক কোথায় আছি মনে করতে পারছিলাম না। আমার চোখ বন্ধ ছিল কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আমার রুমের চেহারা মনে করতে পারছিলাম না।

আমার মনে হচ্ছিল আমি আমার পুরনো বাসায় রয়েছি কিংবা তারও আগের বাসায়। পুরনো স্মৃতিগুলো আমার সামনে খোলা বইয়ের পাতার মতো উল্টোছিল। আমার মনে হলো আমার স্মৃতির একটা রুদ্ধদ্বার খুলে গেছে। আমি এখন যা খুশি তাই মনে করতে পারি। কিন্তু আগে আমাকে মনে করতে হবে আমি কোথায় আছি।

আমি চোখ খুললেই তা জানতে পারি কিন্তু চোখ খুলতে আমার ভয় করছিল। কারণ তা আমার আত্নবিশ্বাস কমিয়ে দিত। আমি শান্ত হবার চেষ্টা করলাম কিন্তু নিঃশ্বাসের রেস থামাতে পারিনি। অতঃপর আস্তে আস্তে আমি মনে করতে পারলাম আমি কোথায় আছি, আমার বেডরুমের চেহারাটা স্পষ্ট হলো। তারপর আমি আমার স্মৃতির খোলা দরজা দিয়ে পেছনের দিনগুলিতে ইচ্ছেমত ঘুড়ে বেড়ালাম।

কিন্তু প্রতিটি মুহুর্তেই মনে হলো আমি যেন আমার বর্তমান স্মৃতি ভুলে যাচ্ছি। আমার খুব ভয় হচ্ছিল, খুব! আমি চোখ খুলে ফেললাম। চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ ছিল না। অন্ধকারেই শুয়ে রইলাম, শ্বাস-প্রশ্বাসের গতি তখনও দ্রুত। আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে এলো।

চমৎকার ভয়ংকর এক অভিজ্ঞতা। অলৌকিক? ০৬.০৩.০৯ রাত দশটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।