আমাদের কথা খুঁজে নিন

   

•|••|••|•পাইরেট বে- আকাসে ভাসমান সার্ভার •|••|••|•

ক্লাউড সার্ভার হয়তো অনেকের কাছেই পরিচিত। কিন্তু এ প্রযুক্তিতে ক্লাউড বা মেঘের মধ্যে আদতে কোনো সার্ভার বসানো থাকে না। অবশ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে জানিয়েছে, ফাইল শেয়ারিংয়ে অবৈধ সাইট হিসে...বে খ্যাত ‘পাইরেট বে’ আকাশে উড়ুক্কু সার্ভার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি তাদের এ পরিকল্পনার কথা জানিয়েছে। ড্রোন নামের আধুনিক প্রযুক্তির বিমান রাডার ফাঁকি দিয়ে উড়তে পারে।

এ বিমান সাধারণত যুদ্ধ বা গোয়েন্দা বিমান হিসেবেও সম্প্রতি আলোচনায় এসেছে। এ ধরনের ড্রোন বিমান তৈরি করে তাতে সার্ভার স্থাপনের পরিকল্পনা করেছে পাইরেট বে। পাইরেট বে জানিয়েছে, চালকবিহীন ড্রোন বিমানে কয়েক কিলোমিটার ওপরে উড়বে তাদের সার্ভার। উড়ুক্কু সার্ভার থেকেই চলবে পাইরেট বের কাজ। উল্লেখ্য, অনলাইনের ফাইল শেয়ারিং সাইট পাইরেট বে থেকে বিনামূল্যে ফাইল ডাউনলোড করার সুযোগ পান ব্যবহারকারী।

এ সাইটটির বিরুদ্ধে কপিরাইট ভঙ্গ বা পাইরেসির মামলা রয়েছে সুইডেনে। পাইরেট বা জলদস্যুর মতো টিকে থাকতেই নতুন উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। আকাশে উড়ুক্কু এ সার্ভার তৈরির কারণ হিসেবে পাইরেট বে জানিয়েছে, পুলিশি হামলা এড়াতে বা তাদের এড়িয়ে তথ্য সংগ্রহের জন্যই এ পথ বেছে নেবে তারা। আর ড্রোন ব্যবহার করলে পুলিশ তাদের যন্ত্রপাতির দখলও নিতে পারবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে সার্ভারের নাগাল পেতে হলে বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় থাকবে না।

ব্লগ পোস্টে পাইরেট বের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুলিশি ঝামেলা এড়াতে মাটিতে আর কোনো সার্ভার রাখবে না তারা। তারা ‘লো অরবিট সার্ভার স্টেশনস’ (লস) তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। আর এটা তাদের প্রথম পদক্ষেপ। রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে ৫০ কিলোমিটার দূর থেকেও তারা প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট তথ্য সরবরাহ করতে সক্ষম হবে, যা তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট। © "চতুর্থ মাত্রা" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.