ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । উৎসর্গ ----- নির্জনতম কবি জীবনানন্দ দাসকে....................... ############## ############## ############## ############## প্রতিদিন ছন্দহীন আমি হেটে চলি অজানা পথে আঁকা বাকা খাল বিল পেরিয়ে গোধূলী লাজে রাঙা ঐ সূর্যের সাথে সাথে । হয়তো কোনদিন নিভূ নিভূ জ্বলা সন্ধ্যাতারাটা আমাকে দিয়ে যায় সেই বারতা পথিক হেথাই পথের শেষ ফিরে যাও, যেথা তোমার দেশ । অথবা রাত্রির নীরবতা কানে কানে এসে বলে যায় কত কথা - দুরের নির্জন গায়ে কে যেন বসে আছে তোমারই অপেক্ষাতে । অথবা ঐ সোনালী চাঁদ, ক্লান্ত বাতাস আর আলোর মায়াবী খেলা মনে দিয়ে যায় এ কিসের দোলা ? হয়তো একাকী নিঃসঙ্গ শালিকের বিরহী আর্তনাদ কিংবা নীড়ে ফেরা ঐ চড়ুই দম্পতির অকারণ আহ্লাদ । তবু অকারণে পথ হাঁটা পথকে আপন ভেবে পথের মাঝেই থাকা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।