বাংলাদেশের আমিরা হককে আন্ডার সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল বুধবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের (ডিএফএস) দায়িত্ব পালন করবেন আমিরা। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি জাতিসংঘে কাজ করছেন। এর মধ্যে ১৯ বছর বিভিন্ন দেশে এবং ১৮ বছর সদর দপ্তরে কাজ করেছেন। সর্বশেষ ২০০৯ সালে আমিরা হক পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।