‘জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা আত্মোৎসর্গীত সেবায় নিয়োজিত হয়ে দেশের সুনাম বৃদ্ধি করছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। জাতিসংঘের সব ধরনের শান্তি মিশনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সেনা সদস্যরা। তাই জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা চাই।
কোয়ালিশন অব লোকাল এনজিও, বাংলাদেশ (সিএলএনবি) গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।
এতে দেশের বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ‘বর্তমানে দেশের প্রায় ১১ হাজার সেনা ১৩টি দেশে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করছেন। তাদের বদলৌতে দেশ এ পর্যন্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা আয় করেছে। ’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশী সেনারা পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর বিদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য পড়ে রয়েছেন।
বর্তমান সরকার বিদেশে সেনা পাঠানোর বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে আসছে। এ ব্যাপারে নানা পদক্ষেপ নেয়ার চিন্তা ভাবনা শুরু করেছে। ’
তিনি আরও বলেন, ‘আমেরিকা কিংবা অন্য কোন দেশের সেনা সদস্যরা শান্তি মিশনে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। কেবল তাই নন, এসব দেশের সেনারা সেখানে গিয়ে নানা অপকর্ম করে তাদের দেশের বদনাম করেছে। এইচআইভি কিংবা এইডসের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে নিজের ইচ্ছায়।
অথচ আমাদের সেনা কিংবা পুলিশ বাহিনীর লোকজন এসব কাজ থেকে নিজেদের বিরত রেখে জাতিসংঘের আস্থা কুড়িয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএলএনবি সংগঠনটির চেয়ারম্যান হারুনুর রশিদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি ও এক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মঈনুদ্দিন মিয়াজী, রাজনীতিবিদ কমরেড নুরুল হক মেহেদী, জাসদের সাবেক এমপি অধ্যাপক হুমায়ন কবির হিরু, শ্রমিক নেতা মোকাদ্দেম হোসেন, বিদেশে শান্তিরক্ষী মিশনে নিহত সেনা পরিবারের সদস্যদের পক্ষ থেকে আরিফ হাসান পলাশ প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।