আমাদের কথা খুঁজে নিন

   

বনসাই জীবন

বাতাসে ভাসে বর্ণময় সুগন্ধের সূক্ষ্ম কারুকাজ ধূলির কাছে বসে আমি পাই আভাষ। স্বপ্নচাঁপা রোদ্দুর, মাটির খুব কাছাকাছি আমি দেখতে পাচ্ছো? এই এত্তটুকুন বামন আমি। এইযে এখানে, আরো নীচে আরো নীচে.... ধূলোর কাছাকাছি। তোমার আলোয় স্নান করতে চাই- আমার জীবনি শক্তি ক্ষয়ে গেছে, জীর্ণ যন্ত্রনায় ধুঁকছি বেড়ে উঠিনি আপন ভঙ্গিমায়, আপন গড়িমায়। উজ্জ্বল নক্ষত্র ছোঁয়ার সাধছিল অথচ বেঁধে দেয়া হয়েছে জরায়ু, শতায়ু জীবন। তারা হাসে খেলে গান গায় আমাকে ঘিরে, ক্ষুদ্রবিন্যাস দেখে হয় পুলকিত আর আমার বেঁধে দেয়া গ্রন্থিগুলো যন্ত্রনায় কাঁপে। আমার কাছে নেমে আসো আরো কাছে, সূর্যালোক উজ্জ্বলতায় হাত বুলাও আমার গায়ে। রোদ্দুর শক্তি সঞ্চয়ে বেঁচে থাকি আর কিছুকাল লাবন্যবতি রূপময় পৃথিবীর কোলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।