আমাদের কথা খুঁজে নিন

   

বনসাই প্রকল্প

Sad Cafe

১| ফার্নবনে পৃথিবীর সমস্ত বিছানা যেন ফার্নবনে পাতা আছে, শ্রান্তি অগাধশ্রান্তি জেনে নাও, সবুজের সাথে কার চুম্বকীয় সম্পর্ক লেখা আছে ২| ডেস্করিপোর্ট আমি কৃষিবিষয়ক রিপোর্টিংয়ে অস্ফুট শষ্যক্ষেত দেখে ভরা মৌসুম ভাবি , শুমারীর নোটপ‌্যাডে এমন বোধেরা যেখানে মলিন ঘুমিয়ে আছে - ঋতুগত। বিষন্ন লাঙ্গলে এঁকে ফেলা দীপ্র আঁধার খুব চিরে দেয়া যায়- ক্যামেরার লেন্সে জেগে ওঠা আবিষ্ট ধানক্ষেত। ৩| লিখে রাখি কব্জির মাপে জেগে ওঠা ঘড়ির নিষ্ঠা আমি যার হৃৎশব্দ লিখে রাখি- নিঃশ্বাস গাঢ় হলে সঙ্গোপনে থকথকে চাঁদ নেমে আসে উরুপথে , বেডকাভারের গায়ে আমি তখন অমোচনীয় ক্লেদ লিখে রাখি। ----------------------------- আন্দালীব ২০০৮ প্রথমার্ধ এইখানে কিছু ক্ষুদ্রাকৃতি কবিতা নিবেদন করা হলো। আকৃতিগত কারনেই এগুলোকে বনসাই বলছি। ব্লগার বন্ধুরা ভালো আছেন আশা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।