আমাদের কথা খুঁজে নিন

   

যে মানুষটি অন্যের ঘরে প্রদীপ জ্বেলেছেন তার জীবন প্রদীপ বাঁচাতে এগিয়ে আসুন (সর্বশেষ আপডেট)

একজন শব্দ শিকারি আপডেটঃ সোমবার, ১৭ বৈশাখ ১৪১৯; ৩০ এপ্রিল ২০১২; রাত ০৯:৩১ উনার চিকিৎসার্থে এখন পর্যন্ত মোট প্রাপ্ত অর্থ ৭৯৮৭১ টাকা। টাকা পাঠানোর ঠিকানাঃ পোষ্ট অফিসের মাধ্যমে পাঠাতে চাইলে.......... নামঃ শহীদুল ইসলাম খান মোবাইলঃ ০১৭১২৫৯০৯২৩ পোষ্ট কোডঃ ১৬১০ জেলাঃ নরসিংদী বা উনার স্ত্রীর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্টে। নামঃ আয়েশা আক্তার একাউন্ট নম্বরঃ ০১৭১২৫৯০৯২৩৪ ডাচ বাংলা ব্যাংকের যেকোন ব্রান্চ বা মোবাইল ব্যাংকিং বুথ থেকে এই নম্বরে টাকা পাঠানো যাবে। অথবা নিচের ব্যাংক একাউন্ট গুলোতে। ১. নামঃ Ayesha Akter একাউন্টঃ 18909 (মুরাদাবা সঞ্চয়ি হিসাব) ব্যাংকঃ Islami Bank Bangladesh Limited সুইফট কোডঃ IBBL BD DH 172 পলাশ ব্রান্চ , জেলা: নরসিংদী ২. নামঃ Mahmudul Hasan Ferdous একাউন্টঃ 123.101.85339 ব্যাংকঃ Dutch Bangla Bank Ltd. সুইফট কোডঃ DBBL BD DH ব্রান্চঃ বোর্ড বাজার, গাজীপুর একজন মানবাধিকার কর্মী মোঃ শহীদুল ইসলাম খান ব্লগার সংগ্রামী মানুষ যার জীবন কেটেছে সংগ্রাম করেই।

চিরদিন যিনি অন্যের জন্য সংগ্রাম করে গেছেন। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” গানটি যার মননে প্রতিনিয়ত বাজে তিনি আজ অসুস্থ। একসময় বিভিন্ন পত্র পত্রিকায় রুদ্র ইসলাম ছদ্ম নামে কবিতা লিখতেন, সে সময় সংগ্রামী কবি হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। কবিতা লিখে জেলেও যেতে হয়েছে উনাকে। যখন বুঝতে পারলেন কবিতা দিয়ে সমাজ পাল্টানো যাবেনা তখন নিজেই হয়ে উঠলেন একটি জীবন্ত কবিতা।

অসহায়ের প্রতি নির্যাতন উনাকে নাড়া দিত প্রচুর। তাই যোগ দিলেন মানবাধিকার সংস্থার সাথে সেখানে সাফল্যের সাথে কাজ করার পর যখন দেখলেন সর্ষের মধ্যেই ভুত তখন তার তীব্র প্রতিবাদ করে চলে আসলেন সেখান থেকে। তারপর নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে গড়ে তুলেন সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা(UEHRF) ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিরক্ষা ও বার্তা সংস্থা (International Human Rights Defender & Press Society ) যখনই কোন নির্যাতিত, মানবাধিকার বঞ্চিত কেউ উনার কাছে এসেছেন তিনি সেচ্ছায় তার অধিকার আদায়ে কাজ করে গেছেন। বিনিময়ে কোন অর্থ সাহায্য তিনি প্রত্যাশা করেননি। নিস্বার্থভাবে কাজ করার পরেও উনার উপর নির্যাতন করা হয়, মিথ্যা মামলায় জেলে দিন কাটাতে হয়।

সবাই এক জোট হয়ে সত্যকে আড়াল করতে চায় আর তিনি সেই সত্যকে নিয়ে আসেন সবার সামনে যার ফলে পদে পদে আসে বাধা। তিনি থেমে যাননি মহান সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে তিনি কাজ করে গেছেন। আজ উনি অসুস্থ, উনার হার্টে দুটো ব্লক ধরা পরেছে যা অতি তাড়াতাড়ি নিরাময় করা প্রয়োজন। ব্লক দুটো অপসারন করতে প্রয়োজন দুই লক্ষ টাকা। অনেকে হয়ত বলতে পারেন দুই লক্ষ টাকা আর এমন কি।

কিন্তু যিনি নিজের সব বিলিয়ে দিয়েছেন অন্যের প্রয়োজনে, নিজের বলতে যার আর কিছুই নেই তার কাছে দুই লক্ষ টাকাও আজ অনেক। আর আমরা যদি উনার পাশে দাড়াই তাহলে দু লক্ষ টাকা কোন ব্যাপারই হবে না। যে মানুষটি সারা জীবন অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখেছেন, নিজের বিপদকে তুচ্ছ করে অন্যের বিপদে নিজেকে বিলিয়ে দিয়েছেন। দেশের কথা মানুষের কথা ভেবে বিসর্জন দিয়েছেন নিজের পরিবার পরিজন। আজ আসুন উনাকে উপকার করার, উনার পাশে দাড়াবার সুযোগটি কাজে লাগাই।

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই কথাগুলো আমাদের অন্তরেও গেঁথে নিই চিরদিনের জন্য। যে প্রদীপ আলো জ্বালাতে এসেছিল সবার ঘরে, সে প্রদীপটি যেন নিবে না যায় সবাইকে রেখে অন্ধকারে। যে কবিতাটি লিখার অপরাধে উনার উপর মিথ্যা মামলা দিয়ে থানায় নিয়ে বেধড়ক পেটানো হয় বিবৃতি কোটি কোটি শব আজও পঁচে অগভীর গোরে স্বদেশ মায়ের সন্তানেরা মায়ের কবর খোড়ে । মৃতা জননীর স্তন চোষে শিশু আশরাফুল-মাখলুকাত প্রানহীন পিযুষশুন্য মাতা নিরব- “নেহি বাত ” নগ্ন স্বদেশ, নগ্ন মাতা দেহে তাদের আজ নষ্টার সজ্জা চেয়ে থেকে শুধু ভাবি আমি “হায় এটা কার লজ্জা” ? নাগরিক জীবন জিম্মী আজ দুঃশাসন আর অপশাসনের কাছে স্বাধীনতার মুলমন্ত্র স্বৈরাশাসকের কারাগারে বন্ধি হয়ে আছে । বিদ্যাপীঠে চলে এখন বর্বরতা আর সন্ত্রাসের বিদ্যা চর্চা সন্ত্রাসমূখি রাজনিতীর চাপে পরে ধংস হয়ে গেছে ছাত্র জীবনের কড়চা ।

উনার মোবাইল নম্বরঃ ০১৭১২৫৯০৯২৩ উনার সাথে কথা বলতে হলে এই নম্বরে ফোন করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।