আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি - বাংলা : পরীক্ষা-১

আমিও পারি সফল হতে ১। বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক কে ? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সত্যেন সেন (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপ্যাধায় (ঘ) শরৎ চন্দ্র চট্টোপ্যাধায় ২। "খোট্টার দেশে ডালরুটি খেয়ে মানুষ"- এখানে 'খোট্টা' বলতে কাদের কে বোঝানো হয়েছে ? (ক) বাংলাভাষীদের (খ) নিন্দার্থে হিন্দিভাষীদের (গ) উচ্চার্থে উদ্দর্ুভাষীদের (ঘ) অবাঙ্গালীদের। ৩। "তাম্র-শাসন" বোঝায় - - (ক) কালো আইন (খ) আইনের অনুশাসন (গ) কঠিন শাসন।

(ঘ) তামার পাতে লেখা রাজাজ্ঞা ৪। হৈমন্তীর ছবির পিছনে কি ঝোলানো ছিল ? (ক) গালিচা (খ) শতরঞ্জ (গ) ফুলদানি (ঘ) জ্যাকেট ৫। " . . দ্বিতীয় সীতা বির্সজনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত। '' উক্তিটি কার ? (ক) শশির (খ) গৌরীসংকর বাবুর (গ) অপুর (ঘ) বনমালী বাবুর। ৬।

হৈমন্তীর শেষ পরিণতি কি হয়েছিল ? (ক) বিবাহ বিচ্ছেদ (খ) চির রুগ্নদশা (গ) শুভ মিলন (ঘ) মৃতু্য । ৭। 'গালিচা' শব্দের অর্থ কি ? (ক) সামিয়ানা (খ) সতরঞ্জি (গ) কার্পেট (ঘ) কম্বল । ৮। হৈমন্তীতে কয়টি নামে ডাকা হয়েছিল ? (ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি ।

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি ? (ক) সোনার তরী (খ) বনফুল (গ) বলাকা (ঘ) মানসী ১০। "শেষের কবিতা" কোন ধরনের সাহিত্যকর্ম ? (ক) কাব্য (খ) নাটক (গ) গীতিকবিতা (ঘ) উপন্যাস । ১১। অন্তঃপুরে হৈমন্তীর প্রকৃত ভক্ত ছিল কে ? (ক) নারানী (খ) বনমালী বাবু (গ) দিদিমা (ঘ) অপুর বাবা ।

১২। "সোনার তরী" কবিতার মর্মবস্তু কি ? (ক) প্রকৃতি প্রেম (খ) সুকৃর্তি নির্ভরতা (গ) আত্ম নির্ভরতা (ঘ) হতাশা ১৩। 'সোনার তরী' কবিতায় সোনার ধান কথাটি ব্যবহৃত হয়েছে (ক) চার বার (খ) তিনবার (গ) দুই বার (ঘ) একবার । ১৪। 'সোনার তরী' কবিতায় কোন ঋতুর কথা আছে ? (ক) গ্রীস্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) বসন্ত ১৫।

'সোনার তরী' কবিতাট কোন ছন্দে লেখা ? (ক) স্বরবৃত্ত (খ) অক্ষর বৃত্ত (গ) মাত্রাবৃত্ত (ঘ) মুক্তক ১৬। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ? (ক) সংস্কৃত (খ) বঙ্গকামরূপী (গ) প্রাকৃত (ঘ) পালি । ১৭। সাধু রীতির নিয়মে ব্যবহারযোগ্য শব্দ নয় কোনটি ? (ক) ব্র্যাঘ্র (খ) পাওনা (গ) প্রাপ্য (ঘ) কূপ। ১৮।

"প্রকৃত দার্শনিক কি বিজ্ঞানী কেবল নিজের ব্যবহারের জন্য সত্য আবিস্কার করতে ব্রতি হন নাই। " চলিত রীতির বাক্যটিতে ভূলের সংখ্যা কতটি ? (ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪ ১৯। চলিত ভাষা ও সাধু ভাষার রূপগত পার্থক্য বাক্যস্থিত কোন পদে ? (ক) বিশেষ্য ও সর্বনাম (খ) বিশেষ্য ও ক্রিয়া (গ) সর্বনাম ও ক্রিয়া (ঘ) অব্যয় ও ক্রিয়া। ২০। বর্তমান বিশ্বে সর্বাধিক লোক কথা বলে কোন ভাষায় ? (ক) বাংলা (খ) ইংরেজি (গ) মান্দারিন (ঘ) ফ্রেঞ্চ।

২১। ভারত বর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ - - (ক) শহীদুল্লাহ (খ) পাণিনি (গ) বোপদেব গোস্বামী (ঘ) যাঙ্ক ২২। ভাষার মৌলিক উপাদান কোনটি ? (ক) বর্ণ (খ) শব্দ (গ) ধ্বনি (ঘ) বাক্য ২৩। ''সন্ধি" কিসের আলোচ্য বিষয় ? (ক) বাক্য প্রকরণ (খ) পদক্রম (গ) রূপতত্ত্ব (ঘ) ধ্বনিতত্ত্ব। ২৪।

ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় (ক) অর্থতত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) পদক্রম (ঘ) ধ্বনিতত্ত্ব। ২৫। বাক্যে ব্যবহৃত শব্দ কে বলা হয় - - (ক) রূপমূল (খ) পদ (গ) উক্তি (ঘ) ধাতু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.