আমাদের কথা খুঁজে নিন

   

প্রান পাখি

এক বনে ছিল এক শিকারী। সেই বনটা ছিল নীরব এবং ভয়ানক। শিকারীর বন্দুকে ছিল একটি মাত্র গুলি। একদা সে একটি ময়না পাখির দেখা পেলো এবং পাখিটা শিকার করার জন্য ব্যস্ত হয়ে পরলো। কি এক অজানা মোহে আচ্ছন্ন শিকারী পাখিটা শিকারের আশায় গহীন অরন্যে প্রবেশ করতে থাকলো।

অবশেষে দেখা গেলো পাখিটা এমন একটা গাছের ডালে বসা যে গাছটি ছিলো একটি পাহাড়ের শেষ প্রান্তে এবং ময়না পাখি যে ডালে বসা সেই ডালের নিচে বিশাল খাদ। যদি শিকারী তাকে শিকার করে, ময়না পাখি শিকারীর হাতে ধরা না দিয়ে হারিয়ে যেতে পারে পাহারের খাদে। হতভাগা শিকারী ময়না পাখির আশায় পাহাড়ের কিনারায় বসে ভেবে ভেবে মরে। বসে বসে পাখির সৌন্দর্য অবলোকন করে, দেখে প্রকৃতির লীলা, পাহাড়ি ঝরনা, আর ভাবতে থাকে পাখিটির নীড় ও পরিবেশ নিয়ে। বেলা গড়াতে থাকে তবু পাখি শিকার করা হয় না ভয়ে।

এ ভয় পাহাড়ী নীরবতা ভেঙ্গে যাওয়ার ভয় না। যাতে বন্য প্রানীরা তাকে আঘাত করবে। এ ভয় পাখিটিকে হারানোর ভয়। যদি পাখিটা শিকারীর বন্দুকের গুলিকে এড়িয়ে যায়? অথবা যদি হারিয়ে যায় পাহাড়ের নিচে? তবে শিকারীর এই ময়না পাখিটা উড়াউড়ি না করে নম্র ও ভদ্র ভাবে বসে রইলো একই ডালে সারাক্ষন। পাখির এই নম্রতা ও ভদ্রতাই শিকারিকে বেঁধে দিলো তার ভালোবাসার বেড়াজালে।

বেলা শেষে সন্ধ্যা নামে। অন্ধকার হতে থাকে চারিধার। তখনও মৃদু আলোয় পাখিটা আবছা আবছা দেখা যায়। ভাবনার সাগরে হাবুডুবু খাওয়া শিকারী অনুধাবন করতে পারে যে ময়না পাখি তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তার আত্মার পরিপূরক, হারিয়ে যাচ্ছে তার মনের সম্পূরক সেই সাথে ম্লান হচ্ছে তার এক জীবনের সবচেয়ে বড় চাওয়া।

রাত আরও গভীর হয়। হারিয়ে যায় ময়না পাখি। গভীর অন্ধকারে। রাতের আঁধার বাড়ার সাথে সাথে পাহাড়ী ঝরনার পানি পতনের শব্দও বাড়তে থাকে। সেই শব্দ ছুটে যায় দিক-দিগন্তে।

কিন্তু সেই শব্দ কেউ শুনতে পায় না। এই ঝরনা রয়ে যায় সবার অগোচরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.