মোহাম্মদপুর,ঢাকা ।
প্রান পাখিরে মনে যে তোর
ভাবের অন্ত নাই !
এক নিমেষে রং বদলাস
দেখছি আমি তাই ।
কাজে দেখাস ভালোবাসা
স্বীকার করিস না !
ক্যামন করে বুঝবে তোরে
কোনটা ছলনা ?
মুখে যেটা বলিস নাকি
কাজের টাই আসল !
আর কতো দিন বুনবি ওরে
স্বপ্ন ঘোরের ফসল ।
ভালোই যদি বাসিস তাঁরে
বলতে কিসের লাজ ?
সব বাহানা ঝেড়ে ফেলে
বলে দে তুই আজ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।