আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রের দল

নক্ষত্রের দল আকাশ জুরে দেখা দিচ্ছে কেবল, রচিয়েছে কে আকাশের বুকে এরম মহাকাব্য, মানব পুরুষ মিছেই শুধু হারায় মনোবল, মিছেই খুজে বেড়ায় শক্ত আস্রম, একটাই নীলিমা এত অতিত, তবু কভু পরেনি ছদ্দবেষের জামা । হাজার নক্ষত্রের দল জানিয়েছে অন্ধ প্রেমের বিফল, কারন প্রেমিকার ভেড়া চাচ্ছিলো টুপ করে নেমে আসে যেন জোছোনা মাখা রূপালী জল । মিছেই নীলিমা রচিয়েছে অনন্ত মহাকাল সাজিয়েছে নক্ষত্রের দল বোশ হয়েছে মাত্র হাতে গোনা কয় এক নোম্যাড কবিদের দল, বহু জুগ ধরে জারা খুজে নাই আস্রম ঠাই পায় নাই নীলিমার তলে চেয়েছে তারা সবসময়ে হারিয়ে যেতে নক্ষত্রের ঝলেমলে । মানলাম নক্ষত্র ভালো লাগে ভালো লাগে বেঁচে থাকতে হয়ে দিশেহারা, ভালো লাগে অপ্রস্তুত গোরিয়ে পড়া কপালে নীলিমার জল । আমরা ছুটেছি ওদের পিছনে বহুকাল, এমন কি ফু দিয়ে উড়িয়ে দিয়েছি অনন্ত মহাকাল, নক্ষত্রের ছলে বোশ হোয়া কয় এক কবি সেই হাজার নক্ষত্রের নিচেই আর সামলাতে না পেরে এবার লিখছে না-পোষ মানার গল্প: -- " মনে কি আছে রাগকন্যা? রিক্সায় চড়ে মুঠ করে ধরে ছিলাম হাত খানি তোমার অল্প, হায় ! আমিও ভেবেছিলাম চিরকাল নোম্যাড থাকবো অবুঝ থাকবো স্বপ্নের সাঁকো চড়ে, তবে রাগকন্যা মিথ্যে বলবোনা প্রেমিক প্রেমিক আমার এই গন্ধটা নিয়ে, সত্যি করে বলছি দু দন্ড স্পর্শ কম ছিলো না আমাদের য্তটা কম ছিলো আকাশের বুকে প্রিয় নক্ষত্র । "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।