আমাদের কথা খুঁজে নিন

   

দ্যাশের পরিস্থিতি কিঞ্চিত উত্তপ্ত,সবাই লুঙ্গিতে গিট্টু মারেন শক্ত কইরা

আপনাকে ধন্যবাদ,এখানে আসার জন্য কয়ডা দিন আগে এস এস সি পরীক্ষাটা দিয়াই ফালাইলাম!তারো এক দ্যাড় মাস আগে মনে হাউশ আসিলো এই ঝামেলাডা দূর কইরা কোপাইয়া সব কাম করুম!হায়রে হাউশ,কালাবাউস!হায়রে আশা,দুঃখে ঠাসা ! যাউকগা দুঃখের কতা কি আর কমু,হাউশ আসিলো ঢাকা শহর চইসা বেড়ামু।পারলাম আর কই?? হরতালের তালাতালিতে নিজের লুঙ্গিটাই লুজ হইয়া গেল!হাউশ আসিলো লুঙ্গিতে গিট্টু দিয়ে সারাডা দিন ব্লগিং করুম,নিজের অন্দরমহলের(লুঙ্গির কতা কইতাসি না)যত প্রথিভা(প্রতিভাই লেখতে চাইসিলাম!প্রতিভার ঘাটতির কারণে প্রথিভা লেইখা ফালাইসি!)আসে ব্যাকটি উজার কইরা সামু উড়াইয়া ফালামু!আশা আশাই থেকে যায়,লুঙ্গিটাও লুজ থেকে যায়!কিন্তু দ্যাশের যেই অবস্তা! কেমনে কি করুম কন তো ভাই??এখন যদি কিছু লেখি পলিটিক্স এর বাইরে,পাব্লিকে খাইব না! আর পলিটিক্স নিয়া লেখলে,বলগার টাইটেল দিয়া আমার লুঙ্গি তুইলা সবাই মাথার উপর নাচাইব!আমার একমাত্র লুঙ্গি খান হারাইবার চাই না এর লাইগা পলিটিক্স নিয়া কিছু লেইখবারও চাই না!তয় এইভাবে যে বাঁশটা খাইয়া গেলাম এইডা কিছু হইল?? আমরা বলে দ্যাশের ভবিষ্যৎ !এইরাম হইলে কেম্নে কী??চলব নাকি??কত সুন্দর সুন্দর আইডিয়া মাথায় আসিলো!পরিস্থিতি ঠাণ্ডা হোক!একে এঁকে সব বাইরাইয়া যাইবো!এনশাল্লাহ!(পুনশ্চঃতয় দ্যাশের পরিস্থিতি এখন গরম!তাই সবাই লুঙ্গিতে গিট্টু দেন!নাইলে কখন যে ওইটা হাওয়া হইয়া যাইব টের ও পাইবেন না!আমার মত যাদের এক্টাই লুঙ্গি তারা কিন্তুক বিপদে পইরবেন কয়া দিচ্চি!দ্যাশ যেমন উলটা দিকে চলতিসে আপনেও কিন্তু ওই পথ ধরবেন কয়া দিচ্চি!ভালো থাকেন,গিট্টু মারেন!খোদা হাফেজ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.