আমাদের কথা খুঁজে নিন

   

এবার কন, কার কি মনে চায় একটা বার হুনতাম কপাল গুনে যদি দ্যাশের গদিটা পাইতাম

কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু.... হাল জামানার রাজনীতি ভাই, করতাছি যে আমরা সবাই পেছন পকেট সদাই গরম, গলা বাজির আছে যে সায়। । এ মন হায়, একবার দুইবার নেতা হইতে চায় শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন পায়। । হরতাল মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও পেছন পেছন আছি আমি, কোন কিছুর ভরশা নাই।

বিশ্রামেতে যাইয়া নেতা স্বপ্নে চোখ বুলাই বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায় বাইরে গরম চলতায়াছে, সেখানে তা নাই। মরলে মরব যুবকরা সব, আর মরলে টোকাই। । বড় সাধ, একবার আমি মিনিস্টার হব মিনিস্টারি না পাইলেও এমপি হব। ইলেকশনে দাড়াইবেন ভাই, শিক্ষাগত যোগ্যতা চাই প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিসকোয়ালিফাই।

। দেশের সেবা করব বলে, দাড়াইছি ভাই দলে দলে খুন খারাবির দোষ তাতে কি, রায়টা আমার পক্ষে যে চাই গণপতি কবে হব, সুইস ব্যাঙ্কে নোট জমাব হর হামেশা চিন্তা শুধু, বিনা লাভে দিন বুঝি যায়। এবার কন, কার কি মনে চায় একটা বার হুনতাম কপাল গুনে যদি দ্যাশের গদিটা পাইতাম একশ কথার এক কথা ভাই, বলতে মোদের দোষ কিছু নাই ভক্তি আছে যেমন তেমন, কাম করনের নাইকো বালাই ঝড় বন্যাতে ভাইসা গেছে, বৈদেশি ডলার আইসাছে ডুব দিয়াছে কোন গুদামে, আমরা কিন্তু কিছু দেহি নাই দুঃখে মোদের দিন কাটে যে, এই বিভাগে নাই কিছু নাই খুলনাবাসীর ভার্সিটি কি এই জনমে হইবে জিগাই বিচার নাই এই দেশেতে তোমরা সবে গাও আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই ______________________________ গানটি শুনতে: এখানে অথবা, ______________________________ ব্যান্ড: ডিফারেন্ট টাচ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.