আমাদের কথা খুঁজে নিন

   

দ্যাশের আম - কাঠাল (না).....

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

ভাল লাগছে দেশে এখনো আম কাঠালের সিজন আছে....মজা করে আম খাই আর আম হা....কাঠাল অবশ্য আমার হয় না...... গরমটা চলনসই মাঝে মাঝে বৃষ্টির কারনে.....সবচেয়ে ভাল লাগছে ধুলাবালি কম বর্ষাকাল হওয়ার কারনে। ।

। গতকাল বিকেলটা কাটলো পতেংগা সি-বীচে.....আর সাগর তো বরাবরই ভাল লাগে.......দেইলে এক্কেবারে কইলজার বড়ু ধরি টান মারে। । । (একটু চাটগাইয়া হই গেল!!!) বিরক্ত লাগছে যখন তখন লোডসেডিং.....কথাবার্তা ছাড়া কারেন্ট চলে যাওয়া...: আর খারাপ লাগছে আমাদের রাজনীতিবিদদের ব্যাক টু জিরো অবস্থাটাকে!!!! সেই একই...লাউ-কদু!!!! এক দল অন্য দলের বিরূদ্ধে বিদ্বেষ এবং হিংসা....একই নাম পরিবর্তন এর নিচু মানসিকতা.... আচ্ছা এক কাজ করলে কেমন হয়; ....আমাদের প্রতিটা স্থাপনার নাম "শেখ জিয়াউর রহমান" করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়।

..... এতে আমাদের জাতির দুই মহান নেতার মুল্যায়নও হয় আর আমরা অভাগা আম জনতাও বেচেঁ যাই। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.