মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
এই ঈদে সপরিবারে দ্যাশের বাড়ি কুড়িগ্রাম যাইতেছি। মেজাজ চরম খারাপ। আব্বু+ আম্মু বেজায় খুশি। খুশি আমার ছোটভাইটাও বাট আমার মেজাজ খারাপ।
দ্যাশের বাড়িতে ঈদের নামাজের পর কুনু কাম করার থাকে না। কাজিনরা সব আমার ছোট ভাইয়ের বয়সী। সো আমার চান্স নাই। তারা মজা করবো। আমি বড় মানুষ দেইখা আমার চান্স নাই।
বরং এইবার সালামী হিসেবে ট্যাকা পয়সা খরচ হইবো।
সাইকেল নিয়া কুড়িগ্রাম শহর ঘুড়ার ইচ্ছা আছে। সাইকেল চড়ার পূর্ব রেকর্ড ভালো না। কয়েকবার একসিডেন্ট করছি। ধরলা ব্রীজ-এ যাইয়া বইসা থাকন যায় আর ঘরের চিপায় ঢুইকা চ্যানেল পাল্টানো ছাড়া কুনু কাম দেখতাছি না।
চামে পাইলে রংপুর ঘুইরা আসতে পারি। ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে।
ছোট মামার একটা মটরসাইকেল আছে। দেখী ওইটা দিয়া মোটরসাইকেল চালানো শিখবো ভাবতেছি। তিন-চার দিনে কি মোটর সাইকেল চালানো শিখা যায়?????
একটা মোটরসাইকেল কিনার বহুত শখ, বাট অর্থনৈতিক সমস্যায় কিনতে পারতেছি না।
বাপের কাছ থাইকাও কুনু বৈদেশিক সাহায্য পাবার আশা নাই। কারন মোটর সাইকেল কেনার প্রতি আম্মু ভেটো দিছে।
যাইতাছি। কুড়িগ্রামে সাইবার ক্যাফে আছে কিনা জানি না। থাকলে হয়তো সামুতে আমু।
না হইলে আপাতত বিদায়। ফি আমানিল্লাহ। ঈদ মোবারক সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।