সুরঞ্জিতের বাসায় ঘুষের টাকা পৌছে দিতে গিয়ে (যত দোষ নন্দ ঘোষ) ড্রাইভারের হটকারীতে মন্ত্রীর এপিএস আর রেলের জিএম সহ নিরাপত্তা কর্মকর্তা বিজিবির কাছে আটক হন। এর জের ধরে অনেক নাটক শেষে মুখোশধারী ভালমানুষ ও নন্দিত রাজনীতিবিদ সুরঞ্জিত শেষ পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন। তার পদত্যাগ গৃহূত হতে না হতেই স্বয়ং শেখ হাসিনাই তাকে আবার দপ্তরবিহীন মন্ত্রী করে পুরস্কৃত করলেন! কেন? তবে কি সুরঞ্জিতের এমন কোন খুটির জোর আছে যাতে হাসিনার আসনও নড়ে উঠতে পারে। কিংবা বস্তা বস্তা টাকার সাথে দলের ও সরকারের কর্তাদের এমন কোন মধুর সম্পর্ক আছে যা সুরঞ্জিত বলে দিলে হাসিনা আর আওয়ামী লীগের বিপদে পড় যাবার সম্ভাবনা ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।