আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য

mrchy_84@yahoo.com

তুমি কথা দিয়েছিলে, থাকবে আজীবন পাশে নতুন জীবনের অফুরন্ত সম্ভাবনা, স্থিতিমিত করতে পারিনি প্রফুল্লতায় ভরে ওঠা মুখখানি দেখে আমিও ছিলাম স্থির তুমিই তো বলেছিলে, আমার ডিঙ্গি নৌকা চায় তোমার তাতেই তুমি ভাসবে জীবন সাগরের বুকে ডিঙ্গি নৌকাতো ঠিকই আছে, শুধু তুমি নেই পাশে তুমিই তো বলেছিলে, আমার হাতখানি কভু যাবে না ছেড়ে নিয়তির কি প্রহসন? অন্যের হাত ধরতে বিন্দুমাত্র দ্বিধা নেই তোমার চোখে বলেছিলে নদী তীরে দাড়িয়ে কোন বিকেলের নির্মলতা করবে অবলোকন মাঝে মাঝে মনে হত সবই ছিল তোমার মঞ্চস্থ করা কোন নাটক বুঝেও যেন তা বুঝতে কষ্ট হত আমার তাইতো নির্বিচারে বলে চলা আমাকে নিয়ে হাস্যকর কৌতুকেই কর্ণপাত মনে কি পরে? সেই ফেলে আসা দিনের কথা যেদিন তুমি বলেছিলে, ছোট্ট একটি ঘরের স্বপ্নে তুমি বিভোর কল্পনায় ততক্ষণে আমি বুনতে শুরু করে দিয়েছিলাম তুমি আর আমি, আর ছোট্ট সেই ঘরখানা কে জানতো সবই ছিল কেবলি অনাকাঙ্খিত বাস্তবতা বিশ্বাস করতে চেয়েছিলাম সেদিন, সবচেয়ে বেশীর চেয়েও কিছুটা বেশী তুমিই বলেছিলে, আমার জীবন বাগানে তুমিই হবে ফুল নতুন নতুন রঙে রাঙ্গায়িত হয়ে ধরা দিবে জীবনের দ্বারে শব্দের প্রসারতার উপলব্ধিতে তখনো ছিলাম অক্ষম তাইতো নির্বিকারে বলে চলা মুখোশাবৃত কথার মর্ম বুঝিনি সাবলীল চলতি পথে ভেবেছিলাম, সৌন্দর্যতার দেখা মিলবে কিন্তু বাস্তবতার কঠিন পরিণয়, ছিলনা তো বোধগম্য তুমি বলেছিলে, ভরা পূণিমায় দুজনায় জোৎস্নাত হব আমি ভেবেছি এই বুঝি ভালবাসা, তবে ছলনায় ভরা ছিল তোমার দু চোখ কিছুই যে বুঝিনি তা তো নয়, তবু অন্ধের ন্যায় বেসেছি ভাল তুমি হয়ত খুজেঁছিল কিছু সুন্দর মূহুর্ত, তা তো পেয়েছ দিতে চেয়েছি ভাল ক্ষণগুলো মোর, যা চেয়েছ সবি কমতি তোমায় দিই নাই আমি, যা চেয়েছ তার চেয়ে দিয়েছি অনেক বেশী বলেছিলাম আমি, তোমারে কেবলি বেসেছি ভাল চোখের ভাষাতে তুমিও চেয়েছ বুঝাতে, তুমিও ভালবাসো আমায় সেদিন হতেই বুঝেছি আমি, কিন্তু হাতের মুঠোয় পেয়ে মূহুর্তগুলো চাইনি হারাতে সবই শুন্য তবু প্রাপ্তির তীব্র আকাঙ্খায় মনে হতে লাগত এই যেন পূণ্য এ যেন আর কিছু নয়, কিছু ভালালাগা ক্ষণে আবৃত্ত হয়ে থাকার প্রাণান্তর চেষ্টা আজ কেবলি মনে হয়, যা পেয়েছি যা দেখেছি তা আর কিছু নয় শুধুই অপ্রিয় সত্য।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।