আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয়

অতি দুঃখ কষ্ট বেদনা ভালবাসা না পাওয়ার পরিমাপে আমার সকল আনন্দ বা একমাত্র ভাললাগবার জন্য কবিতা লিখতে থাকি। আর আমার জীবেন চরমঅর্থে কবিতা/লেখাকে স্থান দিয়েছি।

হায়রে! কত সুন্দরী পিঁড়েতের কলি তবু হারিনী খুঁজি আহা মরি আছ ৩০ গ্রন্ময় প্রেমে বন্দি। কেহ তো আছ, অপ্রিয়-তাহা-না দিয়, যা দিবার ছিল নয়নে কাজল নাই জুটিল ললাটে সুন্দর ভুল করে খোলা কেশে পড়ল ফুলয়। আহা! মরি লজ্জা, তবু জাগে আসা, বদনে তুলিতিুলিগো আঁচল ঘোমটা প্রেমে ও চির নতুন করে রাধিকা। ইসরে! যায় বেলা বুঝি হয়না বড় সখে সাদা পায়ে মঞ্জুরীকা কি হবে জানিয়, বেদের চুড়ি দেখিয়া? না হয় হোকা, একদনি দিবস রমা মঞ্জু হে দান উঠাইতে কোমর বিঁচা কালো মিয়ের কালো কৃষ্ণা। যাহা জন-তাহা প্রিয়জন-সবকিয় তুমি মোর একজন চয়ন-চাহন মরি গ্রন্থয় প্রেমি আছ বন্দি নন্দিনীর, জানিয়াছ যেদিন বৈকালে-আসি-আসি ছিঃ ছিঃ কন্যা যাদি লজ্জায় পড়িস, উদিয়ে উরন্যা আয় শরৎ কন্যা বসন্ত বরনে কোন রকম তব প্রিয়ায়। মিছাই হক কান্না, তুহি মরে পান্না গা-না-গানটা-হৃদ্রয় উদিরে প্রানটা নিতুই করে কান্না-তরে বিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।