আমার ব্যক্তিগত ব্লগ
কাঁঠালকে কেন জাতীয় ফল করা হলো সেটা নিয়ে ছোট বেলায় যথেস্ট চিন্তা-ভাবনা করেছি। কিন্তু ঠিক বুঝতে পারিনি। মনে হতো হয়তো সবচেয়ে বড় ফল বলে, অথবা এতো কাটাকাটা বলে, হয়তো এতো বেশি কোয়া থাকে বলে ইত্যাদি।
এখনও যে বুঝতে তাও না, ধারনা এখনও নেই। অফিসে আসের পথে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি আর দেখি জায়গায় জায়গায় কাঁঠাল গাছ।
কোনটা দোকানের পাশে রাস্তার পাশে, কোনটা বাড়ির পাচিলের ভিতর। আর প্রায় সব জায়গায় কাঁঠাল ধরে আছে। এটা যে মধু মাস তা আর মনে করিয়ে দিতে হয় না। বারিধারার একজায়গায় দেখলাম একটা গাছের গুড়ির একেবারে নীচ থেকে উপর ডাল পর্যন্ত কাঁঠাল ধরে রয়েছে। মনে হয় পুরো গাছটাই কাঁঠাল দিয়ে সাজানো।
এখন মনে হলো হয়তো এভাবে মধুমাসের সম্মান করে বলেই এই ফলকে জাতীয় ফল ঘোষনা দেয়া হয়েছে।
অফিসে সিড়ি দিয়ে উঠতেও সিড়ির কাঁচ দিয়ে পাশের বাড়ির গাছের কাঁঠাল দেখা যায়। ভালই ঢাকায় যে এতো কাঁঠাল গাছ আছে সেটা এখন বুঝলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।