আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমিয়ে আছে শিশুর পিতা-মাতা সকল পোলাপানের অন্তরে !!!! :-D

পোলাপান যতই বুড়া হইতেসে ততই ফেবুতে বাচ্চা-কাচ্চা (নিজের না,অন্যের) নিয়া ছবি আপ্লোড অথবা কবে নিজের বিবাহ অথবা মধুচন্দ্রিমা সংঘটিত হইবে-ফেসবুকের এই এপ্লিকেশনের ব্যবহার করিতেসে।এবং ইহা সংক্রামক...একজন হইতে আরেকজনে ছড়াইতেসে... :p সবই বয়সের দোষ ! take it easy man !!! ;-) মরাল অব দ্য পোস্ট> ঘুমিয়ে আছে শিশুর পিতা-মাতা সকল পোলাপানের অন্তরে !!!! :-D

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।