বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত ও
সন্ত্রাস মুক্ত দেশ হিসেবে দেখতে চাই ।
আমাদের দেশের সম্পদ অনেক ।
আমরা অনেক সমৃধ দেশ ও জাতি । আমাদের
আছে হাজার বছরের ঐতিহ্য । আমাদের
দেশ প্রাকৃতিক সম্পদেও বিশ্বের অনেক
দেশের চেয়ে সমৃধ ।
আমাদের দেশের
মাটি অত্যন্ত উরবর । আমাদের সন্তানদের
মেধা বিশ্ব মানের । আমাদের
সন্তানদের নিত্য নতুন আবিষ্কার বিশ্ব
মানের । আমাদের দেশ বিশ্বের যে কোন
দেশের চেয়ে অনেক বেশি সমৃধ দেশ
হতে পারে । উন্নয়নে বাঁধা কেবলমাত্র
আমাদের দেশের দুর্নীতি ও সন্ত্রাস ।
দুর্নীতি ও সন্ত্রাস রুখতে দেশের
প্রতিটি নাগরিকের সচেতনতা একান্ত
জরুরি । আমাদের দেশের
আমলারা দুর্নীতি ও সন্ত্রাসের
জন্মদাতা । রাজনীতিবিদদের
দুর্নীতিবাজ
করেছে বা দুর্নীতি শিখিয়েছে আমলার
কোন দল, বা কোন সরকার গেল ৪২
বছরে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধের
কোন উদ্যোগ নেয় নি, নেবেও না ।
দুর্নীতি ও সন্ত্রাস লালন করে আমলারা ।
অতএব জনগণকেই দুর্নীতি ও সন্ত্রাস
প্রতিরোধের উদ্যোগ নিতে হবে ।
কোন
দল বা কোন সরকারের উপর দোষ
চাপিয়ে দেশকে পিছিয়ে রাখা সচেতন
নাগরিকের সমীচীন নয় । পুলিশ
কর্মকর্তা মাহফুজ নিজ কন্যার (ঐশী)
হাতে খুন । পুলিশের এ, ডি, সি, নজরুল দুই
কোটি টাকা ঘুষ গ্রহন জনৈক সাংসদ
ভি,ডি,ও, ফুটেজ ও অডিও সহ অভিযোগ
কোরেও কোন ফল হয়নি । অতএব কোন দল,
বা কোন সরকার দুরনিতি ও সন্ত্রাস
প্রতিরধের কোন উদ্যোগ নেয়নি,
নেবেওনা । দুর্নীতি ও সন্ত্রাস লালন
করে আমলারা ।
জনগণকেই দুর্নীতি ও
সন্ত্রাস প্রতিরোধের উদ্যোগ
নিতে হবে । আসুন আমরা শপথ নেই,
আমরা প্রতকে স্ব স্ব অবস্থান
থেকে দুর্নীতি ও সন্ত্রস প্রতিরোধ
আভিজান শুরু করি । একদিন দুর্নীতি ও
সন্ত্রস দেশ থেকে নির্মূল হবেই ।
ইনশাল্লাহ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।