আমার লেখার হাত বেশ কাঁচা। তাই সকলের কাছ থেকে গঠনমূলক মন্তব্য-সমালোচনা চাই। ১জুলাই, বাংলাদেশের জন্য আজ বিশেষ একটি দিন। সারা দেশের সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোর ছেলে-মেয়েরা আজ প্রথম কলেজে যাবে। পা রাখবে উচ্চশিক্ষার প্রথম ধাপে।
তাদের স্মৃতির মণিকোঠায় আজীবন লালিত হবে এই দিনটি।
কারা কারা আজকের এই দিনটিকে বিশেষায়িত করতে পেরেছে জানিনা। তবে, কুষ্টিয়া সরকারী কলেজের এইচ.এস.চি ১ম বর্ষের শিক্ষার্থীরা যে এই দিনটিকে জীবনে কখনো ভুলবেনা, তা নিশ্চিত বলা যায়।
নতুন ছাত্র-ছাত্রীদেরকে অডিটোরিয়ামে ডাকা হয়েছিল ওরিয়েন্টেশন এর জন্য। কিন্তু শিক্ষকগণ এটা ভুলেই গিয়েছিলেন যে, ছাত্র-ছাত্রীদের সাথে শুধু তারা পরিচিত হলেই হবেনা, ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদেরও পরিচয় করিয়ে দিতে হবে।
তাদের এই ভুলের মাসুল দিতে হল শিক্ষক-ছাত্রছাত্রী উভয়কেই।
ছাত্রনেতাগণ মিছিল নিয়ে আসলেন; উপস্থিত সবাইকে অকথ্য ভাষায় গালাগালি করলেন; সাধ্যমত ভাংচুর চালালেন; অতঃপর কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিতও করলেন।
ছাত্রনেতাগণ, আপনারা কি বোঝেননা, এই সদ্য কৈশোরোত্তীর্ণ ছাত্র-ছাত্রী যারা এখনো রাজনীতির কিছুই বোঝেনা, তাদের মনে আজ যে ভীতির সঞ্চার হল, তা আজীবন ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এতে আপনাদের দলের প্রতি তাদের ঘৃণা বৈ কোন সহানুভূতি তৈরি হবেনা। আজ থেকে পাঁচ বছর পরে হয়ত এই ছাত্র-ছাত্রীদের ভোটেই আপনারা হেরে যাবেন।
অথচ, ফলাফলটা কিন্তু সম্পূর্ণ উল্টো হতে পারত, যদি আজ আপনারা তাদেরকে সাদরে-সস্নেহে বরণ করে নিতেন।
তাই ভাইয়েরা, খুব খিয়াল কৈরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।