যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে আমার দরকার এমন একটা সেট যেটা এনার্জি-হাংরি হবে না। সারাদিন মানে কমপক্ষে ১৪ ঘন্টা এক নাগাড়ে কথা বললেও চার্জ যাবে না। কারণ আমি ১৪ ঘন্টা কমপক্ষে বাসার বাইরে থাকি - এই সময়ের মধ্যে চার্জ দেয়া সম্ভব না।
আমার আইপ্যাড-ট্যাবের মত বিশাল একটা বালছাল ক্যারি করা সম্ভব না। কাজেই ট্যাব-প্যাড বাদ।
ফোনের মতই, ফোনের সাইজে দরকার।
আমার দরকার ইন্টারনেট ব্রাউজিং, মোবাইল মুডে না, ওয়েব যেনো তার ফুল মুডে ওপেন হয়। খুব বেশী এপ্লিকেশন আমার দরকার নাই।
কোনো চাইনিজ ব্রান্ড ছাড়া আমার কোনো কিছুতে আপত্তি নাই। ও! নোকিয়ায় আপত্তি আছে।
সেটের পাছা খোলা খুবই মুশকিল। আমি এইটারে নিয়া ধস্তাধস্তি করতে চাই না। এন্ড্রয়েড নিয়া প্রোবলেম নাই।
কোনো বিশাল ফোন বিশেষজ্ঞ আমারে পরামর্শ দিয়ে ঋনী করতে আজ্ঞা হয়। আপনার ঋন আমি জীবনেও পরিশোধ করতে পারবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।