দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনে (ডিএসই) বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সূচক ১৩৮ পয়েন্ট পড়ে গেলে তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে বেলা একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
দরপতনের কারণে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (সিএসই) চেয়ারম্যান, ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আজ ডিএসইতে বেলা একটার দিকে সাধারণ সূচক ১৪৬ পয়েন্ট কমে ৫,৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
মোট লেনদেন হয়েছে ৩০৩ কোটি টাকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।