আবারো মিছিল হবে অন্যায় অত্যাচার-অবৈধ বিচার মেনে নেয়া যায়না চিরকাল, তাই এই বিদ্রোহ আমার;প্রতিবাদ আমার, আবারও স্লোগান হবে আবারো মিছিল হবে ৷৷ জুলুম-হুলিয়া আশ্রয় নেবে মানবতাবাদীর দেহে, ডান্ডা-বেড়ী আগলে রবে সত্যবাদীর পথ, সহস্র গুলির মিলন হবে বুকের বামপাশে, তবুও স্লোগান হবে; মিছিল হবে- প্রতিটি শহরে প্রতিটি নগরে প্রতিটি বন্দরে ৷৷ দিন যায়-মাস যায়-বছর যায় রক্তচোষাদের কাঠগড়ায়, বর্বরতা নির্মমতার থার্মোমিটারেপারদের বেগ স্রোতের ন্যায় উর্ধমুখী, আরো কিছু থার্মোমিটার আমদানি হবে শুনেছি ৷৷ লাল সবুজের মানচিত্রে শ্যাওলা জমেছে আজ, ক্রমেই বেড়ে চলেছে শুমারিহীন পরজীবীদের আনাগোণা, কেন এত চোটপাট? দেশপ্রেম? নাকি লুটপাট?? ক্ষমতালোভীদের জারজ আইন কভু মান্য করা যায়না, অতএব, বিপ্লবীরা সামনে এসো, চলো সামনে এগিয়ে যাই, কণ্ঠে কণ্ঠে বিস্ফোরিত স্লোগান হবে- আবারো মিছিল হবে মিছিল হবে মিছিল হবে ৷৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।