আমাদের কথা খুঁজে নিন

   

আবারো গান এবং --------------

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

আজ শেষ দিন ছিল সঙ্গীত অবয়ব কর্মশালার । আজকের কর্মশালা বাংলা গানের সঙ্গে রাগ সঙ্গীতের সম্পর্ক । খুব চমৎকার উপস্থাপনায় রাগ সঙ্গীতের বিবরন ও তার সঙ্গে বাংলা গান বিশেষত রবীন্দ্র – নজরুল এর গান একটা পরদা খুলে দিলো চোখের সামনে । মনে হল গান লেখা ও তাতে সুর করা খুব কঠিন ব্যাপার । উভয় দিকপাল সবিশেষ অবগত ছিলেন রাগের ব্যাপারে না হলে পুরবি,ইমন ,ছায়ানট রাগ সহ সব গানেই তার আশ্রয় আজ ওদের গান সম্পর্কে নতুন ধারনা দিলো ।

উপস্থাপক রাগের আলাপ সারতে না সারতেই গানের কলি গেয়ে উঠলেন শিল্পী এবং তবলা সঙ্গত একই গতিতে ঠিক যুগলবন্দীর ভাব এনে দিলো । এর আগে ২৪ অকটোবর থেকে শুরু হয়ে মোট ৭ টি ভাগে প্রামাণ্যচিত্র ও সঙ্গীত ও রাগ সঙ্গীত ঘরানার শিল্পীদের বয়ান ও বাদনে চমৎকার কয়টি দিন কেটেছে । এর মধ্যে বন্দিশ- ঘরানা ,প্রকারভেদ ও গুরুত্ব । প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীত- ওয়েস্টারন ক্লাসিকালএর সঙ্গে পরিচিতি । নৃত্য- ভারত নাট্যম ।

শিল্পী, শ্রোতা ও রাগ রহস্য । ধ্রুপদ ও খেয়ালের অলংকরন । যন্ত্রসঙ্গীত –বেহালা, সেতার ও সন্তুর এর পরিচিতি ,উদ্ভব ,বিকাশ,ঘরানা ও বাদন শৈলী । এবং আজ বাংলা গানের সঙ্গে রাগ সঙ্গীতের সম্পর্ক । দুষ্প্রাপ্য অনেক ডকুমেন্টারি দেখা হল এবং রাগ সঙ্গীত বিস্তারে যথেষ্ট প্রতিশ্রুতি ও কর্মযজ্ঞর পরিকল্পনা নিয়ে শেষ হল এই পর্ব ।

আগামী ২৮ নভঃ শুরু হচ্ছে বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ,আর্মি stadium এ , অনলাইন দাওয়াত পেতে mobile e ( Bengal লিখে ৬৯৬৯ এ পাঠিয়ে দিন ) বাকিটা ওরা বলে দেবে কি করতে হবে। অনুষ্ঠান তাদের জন্য যারা রাগ সঙ্গীতে উৎসাহী । ভারত ও বাংলাদেশের নামি শিল্পীরা অংশ নেবেন ৩দিন ব্যাপি এ অনুষ্ঠানে । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।