করপোরেট দুনিয়াতে কাজের শৃংখলা আনার জন্য কাজ অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। যেমন এডমিন (প্রশাসন), অডিট (নীরিক্ষা ), মানব সম্পদ ( হিউম্যান রিসোরস), হিসাব ও অরথায়ন ( একাউন্টস এন্ড ফাইনান্স) ইত্যাদি। তো এই সমস্ত দিপারটমেন্ত গুলো কি কাজ করে তা খতিয়ে দেখা যাকঃ
১। এডমিনঃ যাদের নিজেদের কোন কাজ নেই অন্যদের কাজে বাধা দেয়ায় যাদের প্রধান কাজ।
২।
অডিটঃ ইম্প্রুভমেন্টের কোন শেষ নাই।
৩। ফাইনান্স এন্ড একাউন্টসঃ বাজে কাজে টাইম নাই।
৪। সেলস এন্ড মারকেটিংঃ কেচিং ভাল হলেই চলবে।
৫। এইচ আরঃ অন্যের যোগ্যতা যাচাই করার সময় নিজের যোগ্যতার কথা মনে থাকে না।
৬। আই টি ( ইনফরমেশন তেকনোলজি)ঃ মেশিনে রিস্টার্ট দিন।
৭।
এডভাইজারঃ বকবকানি ও ঘুম ছাড়া কোন এডভাইস মাথায় আসে না।
৮। কন্সালটেন্টঃ কই এর তেলে কই ভাজি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।