সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
একটি কর্পোরেট ভোর
আমি সাবধানে আঁকছি
দু'টি পাশাপাশি ভোর;
একটা সি/৪ এপার্টমেন্ট।
কিংবা তার থেকে গজিয়ে ওঠা ল্যান্ডস্কেপে
একটা লিফটের চৌকাঠ
যেটা ক্ষয়ে গেছে খুব নিচে
গুমোট গ্যারেজের দিকে
যেখানে আলতামিরার মত
আরো অন্ধকার এসে
চকিতে দেখে নিচ্ছে কর্পোরেট মেদ।
ব্যালকনি ভোর।
ইস্পাতবহুল।
স্কুলগামী বালকগুলো এ সময়ে
রোজ নেমে এলে
সিঁড়িঘরে আমি একটা রঙের টিউব খুঁজে মরি।
যার থাকার কথা ছিলো খুব
এইসব নির্লিপ্ত রেলিঙে
কিংবা ওদের জুতোর সুখতলায়।
(কবিতাটি অনলাইনে পূর্বপ্রকাশিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।