আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট যুগে কিছু কর্পোরেট প্রেমের গপ্পো ও কিছু সত্যিকারের ভালবাসার ও সুখের সংসারের চিত্র

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ইদানিং কর্পোরেট যুগে কিছু কর্পোরেট প্রেমের কথা শুনি, এদের প্রেমটা বাইরের লুক, পারিবারিক স্ট্যাটাস আর ঝাঁকানাকা দেখে হয় এবং এসব মিথ্যে হিসেব-নিকেশে এদেরকে ঘর বাঁধতে দেখি। দশটি ছেলের গুন, রুপ আর স্ট্যাটাস এরা একটি ছেলের মধ্যে খুঁজে আবার দশটি মেয়ের গুন, রুপ আর স্ট্যাটাস এরা একটি মেয়ের মধ্যে খুঁজে। বিয়ের পর বাজার থেকে কিনে আনা পন্যকে যেভাবে গলঃধকরন করে আর কিছু খুত পাইলে তা গালি-গালাজ করে তেমনি এসব কর্পোরেট জুটিদের পন্যের মত গিলে কিছুদিন পর একে অপরের খুত বের করতে দেখি। তারা আবার এ কথাও বলে “আমার পিছনে কত লোক ঘুরেছে আমি তোমার থেকে আরও বেটার পেতে পারতাম” হায়রে সবই পেলি তোরা ভালবাসা আর পেলি না। লোক দেখানো এসব ভালবাসাগুলি দেখলে খুব হাসি পায় আবার তাদের জন্য অনেক সহমর্মিতাও জাগে, এদের খন্ডিত ও বিচ্ছিন্ন ভালবাসা একদিন ঠিকই আসল রুপ বেড়িয়ে আসে।

বিশ্রি চিন্তাধারা আর অবাস্তব ভালবাসার অনেক আভিজাত্যের বাসায় এরা দম বন্ধ করে বেঁচে থাকে?? কেন এরকম কাল্পনিক আর মিথ্যাচারের বোধ আমার জানা নেই। ভালবাসা জানি না একেক জনের কাছে একেক রকম, যে ভালবাসা শর্তের বেড়াজালে হয় আর বহু হিসেব- নিকেশ করে হয় তা কি ভালবাসা নাকি? ধর্মের বিধিনিষেধ না মেনে ফেরদৌসি মজুমদার আর রামেন্দ্র মজুমদারের দীর্ঘদিনের ভালবাসা দেখলে সত্যি অনেক ভাল লাগে। তাদের মেয়ে ত্রপা মজুমদারকে পারিবারিক সঠিক শিক্ষায় বেড়ে উঠতে দেখেছি। Click This Link ভাল লাগে বিশ্বচ্যাম্পিয়ান ক্রিকেট দল ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার চার/পাচ বছরের বড় ডাঃ অঞ্জলীকে সুখের ভালবাসায় ভাসতে দেখি। বয়সের তারতম্য ও মতের মিল/অমিল কোন বাধাই হয়ে দাঁড়ায় না।

Click This Link সম্প্রতি বলিউডের আইডিয়াল স্বামীর একটি লেখা বের হয়েছে, তার মধ্যে শাহরুখ খান, অর্জুন রামপাল, অক্সয় কুমার, অনিল কাপুর, হৃদিক রোশন ও সঞ্জয় দত্তকে তুলে ধরেছে। শাহরুখ খান ও গৌরি খানের মতে অমিল, অর্জুন রামপাল ও মেহেরের বয়সের গ্যাপ(মেহের অর্জুনের চেয়ে ৩/৪ বছরের বড়), অক্সয় কুমার ও টুইঙ্কেল খান্নার পারিবারিক স্ট্যাটাসের আকাশ- পাতাল পার্থক্য, অনিল কাপুরের সাদামাটা বউকে নিয়ে যাপিত জীবন, হৃদিক রোশন ও শুসানের মানসিক রুচির অমিলগুলি কখনোই তাদের সুখী সাংসারিক জীবনকে বাধাগ্রস্থ করেনি। Click This Link হলিউডের হাজারবার বিয়ে করেও আইডিয়াল কাপল বানায় তা আমার বোধগম্য হয় না। তাও এই লিঙ্কটি ঘুরে আসতে পারেন Click This Link আমার কাছে ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক ডেভিড ব্যাকহাম ও সুপার মডেল ভিক্টোরিয়া ব্যাকহামকে অনেক সুখি ও পরিছন্ন মনে হয়েছে। চারটি সন্তান নিয়ে তারা বেশ সুখেই আছেন।

পরিশেষে বলতে চাই, মিথ্যে কাঁচের পৃথিবীর ভালবাসাকে ধিক্কার, যা একটু খোঁচা লাগলে ঝনঝন করে ভেঙ্গে যায়... যে আধুনিকতা মানবিক উৎকর্ষের জায়গায় পন্যের উৎকর্ষ সাধনে নিয়োজিত তাকে বর্জন করুন। আধুনিকতা বা মিথ্যে লোক দেখানো ভালবাসা বন্ধ হোক। সত্যিকারের ভালবাসার জয় হোক, পন্যের জয় নয়** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.