আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট ভাই বোন.....

আজ আপনাদের শোনাব এক অন্য রকম ভালবাসার কথা,ভাইবোনের ভালবাসা। কিন্তু সেটা কেন এখানে দিচ্ছি?? কারণ কর্পোরেট দুনিয়ার সবটাই এখানে আছে। আমি এখানে আমার বা আমার আপ্পি কারও নাম নিব না; যদি সে কখনও দেখে এমনিই দেখবে ! তো শুরু করা যাক: আমরা তিন ভাই,আমাদের কোন বোন নাই,তো কেউ জিজ্ঞেস করলে বলি বোন = 0/0 যারা গণিত করেছেন [কে করেন নাই !! ] তারা জানেন এর মানে কি? তো আমার কথা শুনে আমার আপ্পির আমাকে ভাল লাগে,আর আমি তাকে আপু বা অন্যসব কিছু বলতাম না; বলতাম "আপ্পি" যেটা ওনার খুব পছন্দের। উনার হালকা একটা পরিচয় হল উনি নাটক লিখেন। [বাকী দিব না; চাইনা কেউ আমার লিখা তাকে নিয়ে দেখাক।

] তো শুরু হল ভাই বোনের সেইরকম তুমুল কথাবার্তা !! এমন কোন পোস্ট নেই যে যেখানে কারও কোন অতিরিক্ত আদর,পচানি,সোহাগ না নেই ! ভাই মানে ওনার বয়ফ্রেন্ড আবার আমার ত্রিপল ভাই হয় ! উনি আমার কলেজ থেকে, একই বিশ্ববিদ্যালয় ! আর এমনি ভাই ! তো বুঝেন কি অবস্থা ! আমার আপ্পি মানে আমার আপ্পি। উনি সেইরকম মাপের ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ, ডানাকাটা পরীও বটে ! আমিও কম যাই না !! ভাই তার ওয়ালে আমায় আর আপ্পিকে ছাড়া আর কাউকেই সহ্য করতে পারেন না। কিন্তু আপ্পি এটা মানতে পারেন না। আপ্পি আর আমার ভাই বোনের এত মধুর সম্পর্ক তার ওয়ালের অনেকই সহ্য করতে পারে না; বিশেষ করে তাকে যারা পছন্দ করে কিন্তু বলতে পারে না ! দু:খের ব্যাপার হল আমি কম্পিউটার নিয়া ভালই নাড়াচাড়া করি,তো অনেক কিছুই জানি; খানিকটা প্রোগ্রামিংও পারি,একটা অপারেটিং সিস্টেমও বানাইছিলাম। এটা উনি জানতেন।

অনেককেই আমার কথা বলতেন। তো যা হয় আর কি,শত্রু লেগে গেল,তার আইডি হ্যাক ছিল কয়দিন,আমারটাও হ্যাকের চেষ্টায় ব্যর্থ হয় ! যেটা আপ্পি জানে না ! উনি অনেক অভিমানি ! কিন্তু এতই অভিমানী যে কার সাথে অভিমান কতটুকু করতে হয় সেটাও ভুলে যান ! তার আইডি হ্যাক হবার অনেকদিন পর, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়। আমিও আবার কম অভিমানী না ! উনার বেশি বেশি প্যারেন্টিং আমার ভাল লাগত না, তাই রাগ করে উনাকে কড়া কথা শোনাই। এর পর আমি তাকে আর কোন কল বা মেসেজ দিইনি ! ঘটনাটা সেই সুযোগসন্ধানীরা কাজে লাগায়, তারা আমাদের আলাদা করার প্রয়াশে সফল হয়ে যায়। আমার দু:খ সে তার ভাইকে চিনতেই পারল না; বিশ্বাসই করতে পারল না ! অনেক দিন পর জানতে পারি,তাকে কটু কথা বলে,গালাগাল দিয়ে মেসেজ করা হয়েছিল আমার নং থেকে,কিন্তু আমি ত কিছুই করিনি।

আপনারা যারা অনলাইন নিয়া জানেন তারা জেনে থাকবেন,কিছু সাইট আছে যেখান থেকে যেকোন নং দেখিয়ে মেসেজ দেয়া যায় ! সেটাই তারা করেছে। আর বাকী কি কি আমার নামে করেছে,তার কোনই ইয়ত্তা নেই। সে এতটাই অভিমানী যে আমাকে একটা কল করেও জানায় নি,জানতেও চায়নি যে ব্যাপারটা কি হইছে !! আমার সাথে তার কথা হইছিল একবার,কিন্তু উনি বিশ্বাসই করতে চান না আমি এসব করিনি; আর এগুলো যে অন্য কেউ করতে পারে বা করা যায়। আমাকে যারা অপছন্দ করত তাদের মধ্যে কয়েকজন হ্যাকার ও অন্য এসব বিষয়ের এক্সপার্ট ছিল; যেটা উনি সবটা জানেন না এখনও ! আপ্পি পারলে একদিন আসল ঘটনা জেনে যা; আর আমায় মিথ্যে অপবাদে অপরাধী করিস না। তোর ময়না পাখি................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.