আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট ঈদ উইশ এস.এম.এস

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

কর্পোরেট লাইনে কাজ করছি বছর খানেক হলো। ধীরে ধীরে কাজের পরিধি বাড়ছে, সেই সাথে বাড়ছে দায়িত্ব। লক্ষ করে দেখলাম বিভিন্ন অকেশন যেমন- ঈদ, বাংলা ও ইংরেজী নববর্ষ, মাতৃভাষা দিবস, বিজয় দিবস ইত্যাদি পর্বে বিভিন্ন কর্পোরেট বডি থেকে উইশ এস.এম.এস আসে।

এই ঈদের কথাই বলি, গত দুই দিন আগ থেকে আজ পর্যন্ত যত গুলো ঈদ উইশ এস.এম.এস পেয়েছি তার ৯০%+ ই ছিল কোন না কোন কর্পোরেট বডি কাছ থেকে পাওয়া। আমি আবার এই জাতীয় কর্পোরেট উইশ এস.এম.এস খুব একটা ইনজয় করি না, ম্যাসেজের কিছু অংশ পড়ে, ছেড়ে দেই। আর আমার ওল্ড মডেলের স্বল্প মেমরী সমৃদ্ধ মুঠো ফোনের ইনবক্স খালি করি। অপেক্ষা করি, কর্পোরেট জগতের বাইরে প্রিয় কোন বন্ধুর এস.এম.এস আসে কি না। স্মৃতি : ঈদের এস.এম.এস, ০২ অক্টোবর ২০০৮, পবিত্র ঈদুল ফিতর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.