হেফাজতের রংমার্চ পরবর্তি জনসভা দেইখা অনেকেই ডরাইছি সত্য কিন্তু সন্ধ্যাবেলা শাহাবাগ থেইকা হ্যাতেগো দৌড়ানি দেইখা অনেকেই আবার বল ফিইরা পাইছি। হেদিন শাহবাগে যারা ভয়ে যায় নায় তাগোও আমি গাইলামু না। কিন্তু ঘরের মধ্যে খোমাখানা নিরাপদে লুকাইয়া খোমাখাতা আর ব্লগ ভইরা যারা প্রতিবাদ জানাইছে প্রায় সকলেই ব্রাম্মমনের মত জ্ঞান বিতরণ করিছে দ্যাখলাম। হগলেরই প্রতিবাদের ভাষাটি প্রায় অভিন্ন: যারা ব্লগ কি জিনিষ হেইডাই বোঝে না, ব্লগ দিয়া নাকি ইন্টারনেট চালায়, ব্লগের বানানই জানে না, আমাগো দান খয়রাত আর উচ্ছিষ্ট খাইয়াই ওরা বড় হইছে, ... এরূপ প্রতিবাদের ভাষারে আমি তীব্র প্রতিবাদ, ঘেন্না ও ক্ষোভ জানাইলাম। এভাষা ফ্যাসিবাদি মনোভবের। এ ভাষা প্রান্তিকের প্রতি চরম ঘৃনা, অবজ্ঞা, অপমান আর বিদ্রুপের যা প্রকান্তরে স্ব-বিশ্বাসঘাতকতা। এই মুর্খ, ভুখা নাঙা, অনাহারি মানুষের অসহায়ত্ব লইয়া আশরাফী কথ্যে কটাক্ষ করবার আগে পারলে নিজে উপলব্ধি করুন এর জন্য দায়ী কে, কারা এবং কেন? ধর্মের আফিম খাওয়াইয়া তাগো দিয়া খালি ঢাকা অবরোধ না জগৎ সংসারের এমন কোন কুকীর্তি নাই যেইডা করানো যাইবো না! অনার্য তোতা পাখির উপর চেইতা হুদাই নিজেরে উচ্চবর্ণীয় আর্য হিসেবে জাহির না কইরা লাডি একখান লইয়া পারলে মাঠে থাহেন। এইডাই একমাত্র কাম এহন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।