আমাদের কথা খুঁজে নিন

   

এরূপ বিরহ ভালো।

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল এরূপ বিরহ ভালো । যেখানে আঘ্রাণে পাই ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ। বাঁধনহারা উড়ুক্কু মন মেঘের সঙ্গী হোল- জোনাকিদের মিলনমেলায় সোচ্চার পদ্য। এরূপ বিরহ ভালো।

যেখানে উঠান ভরে যায় নতুন ধানে নবান্ন উৎসবের সাঁজে, ভাতের থালায় কাঞ্চনের মত ঝকঝকে ইলিশ হাসে, উম্মত্ত হয়ে আঘাত হানে না গৃহ কর্তা সাঁঝে, একাশ্রিত হয়ে নিরালায় কোকিল মিষ্টি সূরে ডাকে। এরূপ বিরহ ভালো। কথোপকথনে উঠে আসে কেবল স্বর্গীয় ভালবাসা, ঘৃণার হয় অপমৃত্যু নিয়ে দুরাশা। অলস দুপুরে রাজহংসী’র নিষ্পাপ ছুটে চলা, কর্মব্যাস্ত দিনের শেষে স্বস্তির কথা বলা। এরূপ বিরহ ভালো।

সাম্প্রদায়িক দাঙ্গার হয় নিষ্পত্তি, ধর্ম , বর্ণ ভেদাভেদ ভুলে চুমি ধরিত্রী । জলো জোৎস্নায় একাকি কিশোর স্বপ্নের জাল বোনে, খুব খেয়ালী ঝড়ো হাওয়া সুখকে আলিঙ্গন করে। এরূপ বিরহ ভালো। ক্রন্দন বলে থাকে না কিছুই এই পৃথিবী জুড়ে, আমরা সবাই মানুষ হই মনুষ্যত্ব ধারন করে। সোনালি চিল করে না আর্তনাদ দুর্ভিক্ষের ভয়ে, পুষ্পশয্যায় ঘুমিয়ে পরি দুঃখ- ব্যাথা ভুলে।

এরূপ বিরহ ভালো। এরূপ বিরহ ভালো। যেখানে কল্পনায় বদলে দিতে পারি সমগ্র দৃশ্যপট। খানিকের জন্য সহিষ্ণু পৃথিবী , বিছিন্ন নয় জনপদ। মহাকালের প্রলয় থেমে যায় মিথ্যে আশ্বাসে- বিরহের মালায় স্বপ্ন বুনি কাঙ্ক্ষিত সময়ের।

এরূপ বিরহ ভালো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.