আমাদের কথা খুঁজে নিন

   

এরূপ গৃহকর্তা ও গৃহকর্তীদের কি করা উচিৎ?



লিমা রহমানের তিন সন্তান। তিনজনের বয়সই দশের ঘরে। তাঁর বাসায় ১০ বছরের আরেকটি মেয়েশিশু আছে, তাঁর গৃহকর্মী। গায়ের রং ফরসা। নাম সোহাগী।

কিন্তু সোহাগী তার গৃহকর্ত্রীর কাছে থেকে কোনো আদর-সোহাগ পায়নি। লিমা রহমান একজন নারী, একজন মা। কিন্তু সোহাগীর জন্য লিমা রহমানের মনে কোনো রহম ছিল না। তিনি অত্যাচার করতে করতে সোহাগীর গায়ের রং-ই যেন পাল্টে ফেলেছেন। গৃহকর্তাও এ অত্যাচারে কোনো বাধা দেননি।

সোহাগীকে গতকাল রোববার রাজধানীর মগবাজারের ২৭/এ, দিলু রোডের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ ব্যাটালিয়ন র্যা ব। আর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী লিমা রহমান ও গৃহকর্তা মশিউর রহমানকে আটক করা হয়। মেয়েটি এবং উদ্ধারকারীদের সঙ্গে কথা বলে যা জানা গেল তা এমন—‘ঘর মুছতে বালতি থেকে পানি গড়ায়, থালা-বাসন ধুতে দেরি হয়, পান থেকে চুন খসে যায়, প্রতিক্রিয়ায় সোহাগীর যেন চামড়া খসিয়ে ফেলতে চান গৃহকর্ত্রী। সোহাগীর গালে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে অসংখ্য কাটাছেঁড়া, ছ্যাঁকা, শুকিয়ে যাওয়া রক্ত তা-ই তো বলছে। র্যা ব সদস্যরা তাকে গাড়িতে তুলেছে-নামিয়েছে কোলে করে।

হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছে মেয়েটি। এরূপ গৃহকর্তা ও গৃহকর্তীদের কি করা উচিৎ? সুত্র: প্রথম আলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.