আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথ দেখানো পথিকরা আজ বাংলার এরূপ দেখিয়া নিজেরাই দিশেহারা হতবাক

আমি বড় হওয়ার স্বপ্ন দেখি না। । দেশ আমাকে নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখে । ।

শীতের দুপুর, তাই হয়তো রোদটা একটু মিষ্টি।

৪ জন পথিক!! একসাথেই হাটতেছেন । ৪জন পথিকই প্রায় একাধারে ৪২ বছরের বেশি ঘুমিয়েছেন । পথে হাটার সময় অনেকেই তাদের দিকে লক্ষ্য করেছেন , তাদের এই উদ্ভট জামাকাপড়ের জন্যে । তাদের কেউই নিজের সঠিক ঠিকানা মনে করতে পারতেছেনা । হাটতে হাটতে এক পর্যায়ে তারা লক্ষ্য করলেন দূর ফসলের মাঠে এক কৃষকের আর্তনাদ শুনা যাচ্ছে ।

সেই ৪জনের ১ জন হঠাত কেঁদে উঠলেন । তিনি হলেন মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী (ডিসেম্বর ১২, ১৮৮০-নভেম্বর ১৭, ১৯৭৬)... যিনি তার সারাজীবন এই গরিবদুঃখী মানুষের জন্য সংগ্রাম করে গেছেন । তিনি অই ৩ পথিককে প্রশ্ন করেন আমি কি আমার বাংলাকে এইভাবে রেখে গেছি । আবার কিছুদুর হাটতে হাটতে তারা এবার গ্রাম থেকে শহরের রাজপথে চলে আসলেন । কিন্তু এ কি রাজপথ আজ উত্তাল ।

কিন্তু এই উত্তালের কারন জানতে গিয়ে অই ৪ জন পথিকের কেউ একজন কেঁদে উঠলেন । অই পথিকটি হলেন লহোর প্রস্তাবের নায়ক শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক (অক্টোবর ২৬, ১৮৭৩ - এপ্রিল ২৭, ১৯৬২) ... যেই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্যে যিনি একাধারে খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রজা অধিকার আন্দোলন, ভাষা আন্দোলন এর সাথে সম্পৃক্ত ছিলেন। । সেই বাংলার মানুষ আজ ক্ষমতা লাভের আন্দোলনে মরিয়া । তাই তো তিনি আজ নিজেকে ধিক্কার দিচ্ছেন ।

পথিক গুলা আবার নিজেদের গন্তব্যে হাটতেছেন। পথিমধ্যে এক ভিক্ষুক কে দেখলেন ১ টাকা হাতে, যাতে অই ৪ জন পথিকের কেউ একজনের ছবি দেয়া । কিছু না বুঝতে পেরে সামনে এগুলেন । কিছুদুর যেতেই দেখলেন এক মুক্তিযোদ্ধার করুন পরিনতি । ।

তখন অই পথিক গুলার বাকি ২ জনও কাঁদতে শুরু করলো। আর তারা হলেন বাংলার স্বাধীনতার অগ্রদুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (মার্চ ১৭, ১৯২০ - আগস্ট ১৫, ১৯৭৫) এবং বীর উত্তম জিয়াউর রহমান (জন্ম: ১৯ জানুয়ারি, ১৯৩৬ - মৃত্যু: ৩০ মে, ১৯৮১)... অবশ্য এই দুই পথিক তাদের মুক্তিযুদ্ধের করুন পরিনতি লক্ষ্য করেছেন আরো আগে । । যখন এই জাতি তাদের স্বাধীনতার পুরষ্কার সরুপ দিয়েছিল মৃত্যুদন্ড। তাই আজ তারা নিজেরাই নিজেদের কাছে লজ্জিত ।

তারা নিজেরাই নিজেদের ধিক্কার দিচ্ছে কেন তাদের এতো দেশপ্রেম ছিল যে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে। সেই ২ পথিক যেন পুরো জাতির কাছে লজ্জিত ... কারন দেশের এই পরিনতের জন্য তাদের নিজেদের পরিবার(একজনের কন্যা ও অন্যজনের স্ত্রী) দায়ী । ......... ৪ জন পথিক বাংলার ৪ নক্ষত্র । কিন্তু আজ কিছু ক্ষমতালোভী মানুষের কারনে বাংলার মানুষ তার ইতিহাস কে সঠিক ভাবে জানতে ... বলতে ব্যর্থ হচ্ছে । আমি আবার আমি কে সেই বাংলায় ফিরে পেতে চাই ।

বিঃদ্রঃ লেখাটা বেশি ছোট করতে গিয়ে লেখাটা কিছু অগোছালো হয়েছে । সবাই নিজ দায়িত্তে বুঝে নিবেন .. এই লেখাটি প্রথম আমার ফেসবুক স্টাটাস হিসেবে প্রকাশ করেছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.