আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। " বৈশাখ বরণ (১)
চৈতের শেষে বৈশাখ এল
নি্যে সোনার আলো
চল চল সবাই মিলে
বৈশাখ বরণে চল।
ঢাকের বাদ্যি বাজের রে ভাই
বাঁশী কাঁসি বাজে
নুতন দিনের নুতন আলোয়
বাংলা আমার সাজে।
রমনার ঐ বটমূলে
ছায়ানটের গান
সাজ-সকালে প্রাণের সুরে
জাগরনের আহব্বান।
চারুকলার শোভাযাত্রায়
বর্নালী সব সঙ
খোকাখুকি সবাই নাচে
মুখে মেখে রঙ।
মেলায় চলে পান্তা ইলিশ
মিঠাই মন্ডা সেমাই
চটপটির দোকানী বলে
হচ্ছে ভালো কামাই।
জীর্ন জ্বরা যাক ঝড়ে ভাই
অমঙ্গল হোক ক্ষয়
জয় জয় নুতন দিনের
বোশেখের হোক জয়।
বৈশাখ বরণ (২)
গন গনে ঐ রোদ জ্বলে যে
চৈত্র মাসের শেষ
এক পশলা বৃষ্টি নিয়ে
বৈশাখের অভিষেক।
মাটির সোঁধা গন্ধ আসে
বাতাসে ভেসে
শিব গাঁজনের বাদ্য বাজে
রাত প্রহরের শেষে।
কালো গুমোট মেঘ গুলো যে
দুর আকাশ 'পরে
খেলার ছলে পাহাড় সাজায়
মনের মতো করে।
ইরি বোরো ধানের ক্ষেতে
বাতাস ওঠে আপনি মেতে
গুনগুনিয়ে ভ্রমর নাচে
কচি কচি ধানের পাতে।
রুদ্ররাজের ক্ষুব্ধ জটা
মরিচ ফুলে আলোর ছটা
শক্ত হয় আমের বোঁটা
চাতক খুঁজে বৃষ্টির ফোটা।
বৈশাখের এ প্রথম দিনে
পাড়ায় পাড়ায় রঙের খেলা
পাগলা ঢোলের বাজনে দিয়ে
জমছে এবার চড়ক মেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।