"আমার রঙ্গীন পাল নীল সাগরে, ভেসে যায় তরী আমার ঢেউ এর তরে, চলো স্বপ্ন বুনি নীল দরিয়ায়, অসীম নীলে তরী আমার যায় উড়ে যায়!" দেখুন পেজগুলোর নমুনাঃ শুক্রবারের বিশেষ পোস্ট : হজের সময় সবাই শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারে । এই সপ্নটা হয়তো অনেকের ই পূরণ হয় না । আ্সেন আজকে আমরাও মনের ক্ষোভ প্রকাশ করি । এই পোস্টে ১ লাইক = ১০০ পাথর মারা! এটা ফেসবুকের একটা পেজের পোস্ট! পেজ গূলো মস্কারী করতে এখন ইসলাম নিয়ে ও মস্কারী করে! একটা লাইক কিভাবে ১০০ পাথর মারার সমান হয় তা বুঝে উঠতে পারিনা! এভাবে যদি সত্যিই কাজ হয় তাহোলে আর সোউদি আরবে যাওয়ার কি দরকার????????????? আর একটি নমুনা দেখুনঃ আজকের ম্যাচে সাকিব-এর জন্য অশেষ শুভকামনা জানিয়ে একটা পেজে এইভাবে লাইক চাওয়া হয়েছে... ৫০ লাইক= ১ উইকেট+ ২৫ রান ১০০ লাইক= ২ উইকেট+ ৪৫ রান ১৫০ লাইক= ৩ উইকেট+ ৫০ রান ২৫০ লাইক= ৪ উইকেট+ ৭৫ রান ৩০০+ লাইক= ৫ উইকেট+ ১০০ রান লাইক যদি রান-উইকেটের নির্ণায়ক হত তাইলে "চীন" হত বিশ্বক্রিকেটের সম্রাট।বলদের বাচ্চা এ্যাডমিন! সবচেয়ে বড় সমস্যা হলো পেজগুলোর হকারদের মত বিজ্ঞাপন! অল্প কিছু অংশ তুলে দিয়ে তারা বলে অমুক পেজে লাইক দিলে এটা দেখতে পারবেন! তবে হ্যা,পেজগুলোর এক্টিভিটি কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে! যেমন কিছু কিছু পেজের কথা না বললেই নয় যে সেগুলো খুবি উপকারী পেজ! যেমনঃবুমেরাং,প্রতিদিনের তাজা খবর,পিসি টিপস,TechnoGenius টেকনোজিনিয়া্,Genius | জিনিয়াস! বিশেষ করে সাগর-রুনীর হত্যার প্রতিবাদ নিয়ে যে পেজ তৈরী হয়েছে তা তো অবশ্যঅই প্রশংসার যোগ্য! আসলে পেজ গুলোর মাধ্যমেই কিন্তু আমাদের মাঝে ধিরে ধিরে একটা নব-জাগরণ সৃস্টি করছে যার ফলটা অনেক ভালো হতে পারে সাধারোণ জনগনের মাঝে সচেতনতা পৌছে দেওয়ার জন্য! তাই,এডমিন ভাইদেরপ্রতি অনুরোধ-প্লীস সস্তায় সারাদিন লাইকের কথা বলে লোক-জনের বিরক্তির কারণ হবেন না! আপনার পোস্ট যদি ভালো হয় তবে অবশ্যই আপনি লাইক পাবেন-আপনার চাইতে হবেনা!এমন কিছু লিখুন যা দেখে দেশ-দশ উপকৃতো হতে পারে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।