আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি মধ্যবিত্ত?

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] হ্যা, যদি আপনি প্রতিদিন ১০ থেকে ১০০ ডলার আয় করেন অর্থাৎ আজকের ডলার রেট অনুসারে বাংলাদেশী টাকায় যদি কারো দৈনিক আয় ৭৭৮.৩৪ টাকা থেকে ৭৭৮৩.৪৫ টাকা হয় তবে আমরা তাকে মধ্যবিত্ত বলতে পারি। ভাই, এটা আমার কথা না, এটা বিবিসি বলেছে। বিবিসি অবশ্য তথ্য পেয়েছে United Nations এবং OECD (The Organisation for Economic Co-operation and Development) থেকে।

আপনি মধ্যবিত্ত, তার মানে বেশী জিনিসের উপর খরচ করার টাকা আপনার আছে। পৃথিবীতে মধ্যবিত্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালে এ সংখ্যা হবে ৩২০ কোটি আর ২০৩০ সালে এ সংখ্যা গিয়ে দাড়াবে ৪৯০ কোটিতে। এ তথ্য নাকি, ইউরোপের শিল্প বিপ্লবকে ম্লান করে দিয়েছে। বর্তমানে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ীর বাজার, পর্যটন-প্রিয় জনগোষ্ঠী, অনলাইন ক্রেতা ভোক্তা।

শুধুমাত্র ভারতেই ২০৩০ সালের মধ্যে মধ্যবিত্ত লোকের সংখ্যা হবে সাড়ে ৪৭ কোটি, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এ সংখ্যা হবে ৩৪.১ কোটি, লাতিন আমেরিকায় এ সংখ্যা হবে ৩১.৩ কোটি। ২০৩০ সালের মধ্যে সবচেয়ে বড় মধ্যবিত্ত জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল হবে এই ভারত। এবার আমি আমার মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা ভবিষ্যতে মধ্যবিত্ত হবেন বা ইতিমধ্যেই হয়ে গিয়েছেন, নিশ্চয়ই তাদের মধ্যে অনেকেরই যাকাত দেয়ার মত সম্পদ হয়েছে বা হবে। সুতরাং যাকাত দিতে ভুলে যাবেন না।

কেননা পবিত্র কুরআন বলে, হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার। [পবিত্র কুরআনের ৯ নং সূরা আত তাওবা, আয়াত নং ৩৪ -৩৫] আর যাকাত কাদের দিবেন? কুরআন বলে, যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

[পবিত্র কুরআনের ৯ নং সূরা আত তাওবা, আয়াত নং ৬০] তথ্যসূত্রঃ নতুন মধ্যবিত্ত - BBC Bangla - মাল্টিমিডিয়া CoinMill.com - The Currency Converter  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।