আমার জন্ম হতে পারতো সুদানের কোন এক দরিদ্র পরিবারে, যেখানে অন্নের যোগার করতে করতে ক্ষুদার জ্বালা মিটে যায়। কিংবা আমার জন্ম হতে পারত বিলগেটস এর ঘরে, যেখানে অভাবের ই শুধু অভাব। কিন্তু না আমার জন্ম হয়েছে বাংলাদেশ নামে কোন এক মধ্য দরিদ্র দেশের মধ্যবিত্তের ঘরে।
জন্ম থেকেই আমরা মধ্যবিত্ত। সময় পাল্টায় কিন্তু আমাদের অবস্থা আর পালটায় না।
আমাদের হাতের হাত ঘড়ির কাটা ঘুরার মত আমাদের জীবন ও ঘুরে। সময়ের সাথে সাথে হাত ঘড়ির বেল্ট পালটায় কিন্তু ঘড়ির ডায়াস পালটায় না। আমাদের সাইকেলের টায়ার টিউব সব ই বদল হয় কিন্তু সাইকেলের নাম টা পালটে তার আগে মটর শব্দটি যুক্ত হয়ে তা মটর সাইকেল এ রুপ নেয় না কখনো। বই এ নতুন মলাট লাগানোর মত আমাদের ঘর ও মাঝে মাঝে নতুন হয়ে উঠে। কিন্তু নতুন ঘরটা আর হয় না।
স্বপ্ন দেখি নিজের বাড়ি হবে গাড়ি হবে। কিন্তু তা স্বপ্ন ই থেকে যায়। আমরা সবসময় বৃত্তের মধ্য তেই থাকি। আমাদের ইচ্ছা থাকে বৃত্তের পরিধি তে যাবার কিন্তু বিত্তের কেন্দ্র মুখী বলের কারনে আমরা আর উপরে উঠতে পারি না। আবার নিজের সামাজিক মরযাদার কারনে কেন্দ্র তে ও যেতে পারি না।
উপরে উঠার ইচ্ছা অনেক কিন্তু নিচের সিরি বা ভিত্তি দুরবল থাকার কারনে পড়ে যাই নিচে। তার উপর আবার পিছন থেকে পরিবারের টান , সমাজের কাছে দায়বধধ্যতা আমাদের আর ও পিছনে ফেলে দেয়। আমাদের ইচ্ছা আকাশ চুম্বি কিন্তু সাদ্ধ্য সীমীত। এই সীমীত সীমা ই আমাদের অসীম মধ্য বিত্ত যা চলে আসছে হাযার বছর ধরে।
মধ্যবিত্তের মাধ্যমনি রা এই বৃত্তের মধ্যেই ঘুরপাক খেতে খেতে জীবন টা কে টেনে নিয়া চলে পরবর্তী প্রজন্ম কে এক মধ্যবিত্ত জীবন উপহার দিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।