বিবেকিন্দ্রিয়লোচন
কোন একটা সময় ছিল যখন চারিদিকে যদি কখনো নিরাশার স্রোত বয়ে যেত তবে তাতে পাল তোলার সাহস দেখাতো এদেশের মধ্যবিত্ত শ্রেনী। একটা সময় ছিল যখন সামাজিক আর অর্থনৈতিক যাতাকলে পিষ্ট হয়েও এই শ্রেণীর মানুষেরা জন্ম দিয়েছিল শত শত কবি সাহিত্যিক আর যুগবিস্ময় খ্যতিমান তারকাদের যাঁরা স্ব-স্ব ক্ষেত্রে আপন প্রতিভায় ভাস্বর। পরিসংখ্যান-ভিত্তিক উপাত্ত না থাকলেও আমি হলফ করে বলতে পারি এদেশের যত বড় বড় মানুষ আছেন তাদের ৮০ থেকে ৯০ ভাগই মধ্যবিত্ত কিংবা নিন্মমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। আমাদের শিকড় ‘মধ্যবিত্তে’।
খারাপ লাগে যখন দেখে সেই শিকড়ে আজ পিপড়া বাসা করে।
খারাপ লাগে যখন দেখি সেই পিপড়ারা তাদের সাংষ্কৃতিক ডিম পাড়ে আমাদের আবহমান কাল থেকে তৈরী হওয়া মূল্যবোধের শিরায় উপশিরায়। বাংলা বাগধারার ‘গড্ডালিকা প্রবাহ’ অতি তাৎপর্যপূর্ণ এই অর্থে। একটা সময় ছিল মধ্যবিত্ত ধরে রাখতো, আগলে রাখতো, রুখে দিত সব। সমাজের উচ্চ, মধ্য এবং নিন্ম যদি একসাথে পতনমুখি হয়, তবে একদিন হয়তো সময় আসবে যখন আমাদের অনুজরা নিজেদের অগ্রজদের ধিক্কার দিবে এই বলে যে ‘তোমরা আমাদের শিকড়ের সন্ধান দাওনি’।
ফ্ল্যাস মবের ফ্ল্যাসে নিভতে বসেছে আমাদের অস্তিত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।