আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
মধ্যবিত্ত উঠোনের বরই গাছ
--------------------------------------------------
লজ্জার সংজ্ঞাটা কে জানিয়েছিল আমায়?
মধ্যদুপুরে
হাফপ্যান্ট খুলে ঝাপাতে পারিনি ঘোলাটেখালে আর মাচাচীদের
শাসনবারণে দিদি যায় কলতলায়
চেকেরগামছায় ভেজাবুক বা হাফপ্যান্টের সাপ ঝাঁপিতে ঢুকে গেলেই
আমাদের উঠোনে বরই গাছের চারা বড় হতে থাকে মাচাচীদের তেলপানিতে। দখিনাজানালায় ঝুলেঝুলে হাফপ্যান্টেরা বড় হয়
বিছানায় এসে পরে গোপন কবিতা; সদরদরজার বাইরে বাতাসের
চটুল কোরাস
----------------কাপে বরই পাতা
---------------------------পাকে বরই
আর
একটা ইঁচড়েপাকা গোড়ালি ছোঁয়াপ্যান্ট রোজ স্বপ্ন নিয়ে ঘুমায়
-------------------------------------
আল্লাইয়ার
কবিতাটা রিপোষ্ট করা হলো। কোন এক কারনে কবিতাটা ব্লগ থেকে মুছে গিয়েছিল।ওখানে অনেকের কমেন্ট ছিল ভালোলাগা ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।