মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। তুমি কি পারবে, আমাকে একটা বৃষ্টিভেজা কদম ফুল এনে দিতে? ঐ সুন্দর গাছটার থেকে। ভেজা কদমের পাপড়িগুলো ছড়িয়ে দেবে তোমার ভালবাসা, আমার মনে, প্রানে; তোমাকে অনুভব করবো অন্তরের গহীনে। আমার সমস্ত সত্ত্বা দিয়ে তোমাকে আহব্বান করবো আমার দিকে, হৃদয়ের অন্তরালে। যখন আকাশ ভেঙ্গে বৃষ্টি নামবে, আমি গিয়ে দাঁড়াব ঐ কদম গাছের নিচে। তুমি ছড়িয়ে পড়বে আমার উপর, বৃষ্টির ফোটা হয়ে, ভেজা কদমের পাপড়ি হয়ে। আমাকে কানে কানে বলবে, ভালবাসি, তোমায় ভালবাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।